1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুভাষ কুণ্ডু’র অবৈতনিক পাঠশালা

শীর্ষ বন্দ্যোপাধ্যায়
৩১ ডিসেম্বর ২০১৮

পদার্থবিদ্যার অদ্যাপক সুভাষ কুণ্ডু অবসর নেওয়ার পর দিনের বেশিরভাগ সময় ব্যয় করেন গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের পড়িয়ে৷ নিজের খরচে গড়ে তুলেছেন গ্রন্থাগার৷

https://p.dw.com/p/3AoKh

উত্তর ২৪ পরগনার বসিরহাট-এর বাসিন্দা৷ একদা ছিলেন পদার্থবিদ্যার অধ্যাপক৷ অবসর নেওয়ার পর দিনের অধিকাংশ সময় ব্যয় করেন গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ানোয়৷ সম্পূর্ণ অবৈতনিক তাঁর এই পাঠশালা৷ শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে অসুবিধে না হয় তার জন্য তিনি নিজ খরচে তৈরি করেছেন লাইব্রেরি এবং আধুনিক ল্যাবরেটরি৷