1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রিম কোর্টে আজ তথ্য উপাত্ত জমা দেবে টিআইবি

২৯ ডিসেম্বর ২০১০

সুপ্রিম কোর্টে বিচার বিভাগে দুর্নীতি সংক্রান্ত জরিপের তথ্য উপাত্ত বুধবার জমা দিচ্ছে টিআইবি৷ আর দুর্নীতির মামলা হয়েছে বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/zqwg

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ - টিআইবি'র খানা জরিপে বাংলাদেশের বিচার বিভাগকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করা হয় গত ২৩শে ডিসেম্বর৷ এনিয়ে টিআইবি'র বিরুদ্ধে ২টি মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই৷ সর্বশেষ সুপ্রিম কোর্ট ওই রিপোর্টের তথ্য উপাত্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে৷

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে জানান, তাঁরা চিঠি পেয়েছেন এবং বুধবার সুপ্রিম কোর্টের চাহিদামত তথ্য উপাত্ত পাঠান হচ্ছে৷ তিনি জানান, টিআইবি সুপ্রিম কোর্টের এই চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছে৷ তাদের প্রত্যাশা সুপ্রিম কোর্ট টিআইবি'র প্রতিবেদন এবং তথ্য উপাত্ত সুবিবেচনায় নেবেন৷

অন্যদিকে, বিএনপি নেতা জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ খান সিদ্দিকী এবং সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মোট ৫টি দুর্নীতির মামলা হয়েছে ঢাকার শেরে বাংলা নগর থানায়৷ জাতীয় সংসদের চিকিৎসা ভাতা, বিদ্যুৎ বিল, বিদেশ ভ্রমণ, সাজসজ্জা এবং আসবাবপত্র নিয়ে এ মামলাগুলো হয়েছে৷ মামলায় প্রায় ৫০ লাখ টাকা ক্ষতির অভিযোগ করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই