1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপার ওভারে পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা

৭ নভেম্বর ২০২৩

নাহিদা আক্তারের জাদুকরী বোলিংয়ে সুপার ওভারে ৭ রান সংগ্রহ করে পাকিস্তান৷ জবাবে শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা৷

https://p.dw.com/p/4YWI6
বাংলাদেশ-পাকিস্তান ওডিআই সিরিজ
ছবি: Bangladesh Cricket Board

দারুণ এই জয়ে সিরিজে সমতা এনেছে টাইগ্রেসরা৷ 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ৷ জবাবে ১ বল বাকি থাকতে ১৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা৷ এতে সুপারওভারে গড়ায় ম্যাচ৷ 
সুপার ওভারে বল করতে এসে প্রথম বলেই ইরাম জাবেদকে বোল্ড করে দেন নাহিদা৷ সে ওভারের পঞ্চম বলে দারুণ থ্রোতে আলিয়া রিয়াজকে রানআউট করে দেন ফাহিমা খাতুন৷ শেষ পর্যন্ত লক্ষ্যটা হাতের নাগালেই রাখতে পারে বাংলাদেশ৷
সেই লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ হয় বাংলাদেশের৷ নাশরা সান্ধুর প্রথম বলেই বাউন্ডারি মারেন সোবহানা মোস্তারি৷ পরের পাঁচ বলে তাই জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের৷ তাই দেখে শুনে সিঙ্গেল নিয়েই বাকি কাজটা সাড়তে চেয়েছিলেন মেয়েরা৷ তবে পঞ্চম বলে মোস্তারি স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে জমে যায় লড়াই৷ তবে শেষ বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা৷
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ৷ দলীয় ২১ রানেই ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় দলটি৷ এরপর ২২ রানের জুটি গড়ে আউট হয়ে যান সোবহানাও৷ এরপর আরেক ওপেনার ফারজানা হককে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার৷ ৪৯ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। দলীয় ৯২ রানে ফারজানা রানআউটের ফাঁদে পড়লে ভাঙে এ জুটি। 
এরপর ফাহিমাকে নিয়ে এগিয়ে যেতে থাকেন নিগার। ২৭ রানের জুটিও গড়েন। কিন্তু এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৫০ রানের মধ্যে বাকি ৭টি উইকেট হারায় তারা। ফলে ১৬৯ রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগ্রেসদের।

এমকে/জেডএ (দ্য ডেইলি স্টার)