1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দর বক্ষ চায় ব্রিটিশ তরূণীরা

২৭ জুলাই ২০০৯

নারীর সৌন্দর্য বক্ষে নাকি মুখে- এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে৷ কিন্তু ব্রিটিশ টিনেজারদের কাছে এখন সৌন্দর্য মানেই উন্নত বক্ষ৷ এর জন্য প্রয়োজনে সার্জনের ছুরি কাচির নীচে যেতেও তারা দ্বিধা করছে না৷

https://p.dw.com/p/Ixz8
ছবি: Picture-Alliance / Photoshot

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটিশ টিনেজাররা তাদের বক্ষের আকৃতি নিয়ে সন্তুষ্ট নয়৷ তারা চায় মার্কিন তারকা পামেলা এ্যান্ডারসন কিংবা ব্রিটিশ মডেল ক্যাটি প্রাইসের মত না হলেও অন্তত তাদের কাছাকাছি হওয়া চাই৷ প্রতি চার জনের একজন তরুণী বক্ষকে আরো পিনোন্নত করতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চাচ্ছে৷ তাই গত তিন বছরে ব্রেস্ট ইমপ্ল্যান্টের হার কত বেড়েছে জানেন? শতকরা ৫০০ ভাগ! এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটেনের প্রতি ১০ জনের নয়জন টিনেজার মেয়েই সুখী নয়৷ কারণ তারা মনে করে তাদের বক্ষ যথেষ্ট(?) বড় নয়!

Schönheitsoperation Brustimplatat
প্রতি চার জনের একজন তরুণী বক্ষকে আরো পিনোন্নত করতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নিতে চাচ্ছেছবি: AP

এই ধরণের উদ্ভট চিন্তা ছড়িয়ে পড়েছে গোটা ব্রিটেনেই৷ মাত্র ১৩ বছরের কিশোরী কিয়ানা মনে করে তার বক্ষ বড় নয়৷ তাই ১৬ বছর বয়স হওয়ার আগেই সে যুক্তরাষ্ট্র যেতে চায় যেখানে অপারেশনের মাধ্যমে সে তার বক্ষকে আরো উন্নত করবে৷ কিয়ানা জানায় তার সারাটা দিন কাটে শুধু এই চিন্তা করেই! আমি সুখী নই, কারণ আমার বান্ধবীদের বক্ষের আকার আমার চেয়ে বড়, মন্তব্য সদ্য টিনএজে পা দেওয়া কিয়ানার৷ একই ধরণের চিন্তা করছে ১৭ বছর বয়সী ক্যাটরিনা৷ সে চাচ্ছে তার বক্ষের আকার মডেল জর্ডান এবং ক্যাটি পেরির মাঝামাঝি করতে৷ এজন্য সেও ব্রেস্ট ইমপ্ল্যান্টের সিদ্ধান্ত নিয়েছে৷

ব্রিটিশ কিশোরীদের এই ভাবনা উদ্বেগ ছড়িয়ে দিয়েছে তাদের অভিভাবকদের মাঝে৷ একদিকে আদরের মেয়ের বায়না, অপরদিকে এই ধারা চলতে থাকলে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় তা নিয়ে চিন্তিত অভিভাবকরা৷ তবে জোরাজুরির পরিবর্তে সন্তানদের বোঝানোর চেষ্টা করছেন তারা৷ এরকম একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলো কিয়ানা এবং ক্যাটরিনা৷ সেখানে তাদের সঙ্গে কথা হয় কয়েকজন তরুণীর যারা টিনএজ বয়সেই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছিলো৷ ঝোঁকের বশে ইমপ্ল্যান্ট করলেও তারা কিন্তু ঠিকই পরে বুঝতে পেরেছে এটি কতটা যন্ত্রণাদায়ক৷ তাই তারা সতর্ক করে দিয়েছে কিয়ানা এবং ক্যাটরিনাকে৷ এতে কাজও হয়েছে৷ দুই জনই আপাতত বাদ দিয়েছে তাদের বক্ষ উন্নত করার চিন্তা৷ তবে ক্যাটরিনা জানিয়ে দিয়েছে, এখন না হলেও বয়স যখন ২০ পার হবে তখন সে ঠিকই ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাবে৷

Chrissi 13 albanische Schülerin in Berlin mit ihrer türkischen Freundin Melissa
ব্রিটিশ কিশোরীদের এই ভাবনা উদ্বেগ ছড়িয়ে দিয়েছে তাদের অভিভাবকদের মাঝে (ফাইল ফটো)ছবি: DW/Shuka

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার