1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাংকফুর্ট বইমেলা

দেবারতি গুহ১৭ অক্টোবর ২০১২

প্রতিবারের মতো এবারও ফ্রাংকফুর্ট বইমেলায় এসেছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম প্রকাশনা সংস্থা ‘আনন্দ পাবলিশার্স'-এর ম্যানেজিং ডিরেক্টর সুবীর মিত্র৷

https://p.dw.com/p/16R0L
ছবি: Johannes Eisele/AFP/GettyImages

আনন্দ পাবলিশার্স প্রতি বছর ফ্রাংকফুর্ট বইমেলাতে উপস্থিত থাকে৷ সুবীর মিত্র সেই স্টলের পরিচিত মুখ৷ ফ্রাংকফুর্ট'এ নিয়মিত আসার কারণ ও চলতি বছরের প্রবণতা সম্পর্কে তিনি ডয়চে ভেলে'কে বললেন যে, নিজের শিক্ষার জন্যই তিনি বার বার এই বইমেলায় আসেন৷ তাঁর মতে, বইয়ের জগতে গোটা বিশ্বে চলমান প্রবণতা ও গতি-প্রকৃতি সম্পর্কে জানার একমাত্র উপায় এই ফ্রাংকফুর্ট বইমেলায় আসা৷ ৭,০০০-এরও বেশি প্রকাশকরা এখানে আসেন৷ ই-বুক'এর সঙ্গে প্রতিযোগিতার মাঝে ছাপা বই টিকে থাকতে কী করছে, তাও জানা যায়৷ যেমন ফ্রান্সের প্রকাশকদের কাছ থেকে জানা গেল, সে দেশের বইয়ের বাজারের মাত্র ১ শতাংশ ই-বুক'এর দখলে৷

তার মানে ই-বুক এখনো ছাপা বইকে ছাড়িয়ে যেতে পারে নি৷ সুবীর মিত্র মনে করেন, ‘‘বইয়ের মর্যাদা ও বইয়ের প্রতি যে ভালোবাসা, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে তা হয় না৷ বই বইই থাকে৷ বইয়ের একটা গন্ধ আছে, বইয়ের একটা নতুন প্রবণতা আছে৷ সেই সব ই-বুক দিয়ে ঢেকে ফেলা যাবে না৷''

বিশ্বের বৃহত্তম বইমেলা এই ফ্রাংকফুর্ট বইমেলা৷ কিন্তু কলকাতা বইমেলারও একটা অন্যরকম আভিজাত্য আছে৷ এই দুই বইমেলার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? সুবীর মিত্র জানালেন, কলকাতা বইমেলায় বই বিক্রি হয়৷ ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে ওঠে৷ অন্যদিকে ফ্রাংকফুর্ট বইমেলায় বই নয়, বইয়ের রাইটস বা সত্ত্ব বিক্রি হয়৷

এছাড়া ফ্রাংকফুর্টে শুধুমাত্র শেষ দুটি দিনেই সাধারণের প্রবেশাধিকার আছে৷ তাই শেষ দিনে ফ্রাংকফুর্ট কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে খুব অল্প সংখ্যক বই বিক্রি করার অনুমতি দেয়৷ তবে ‘আনন্দ পাবলিশার্স' তার প্রায় ৩,০০০ বইয়ের সামান্য একটা অংশ ফ্রাংকফুর্টে আনতে পারে৷ তাই বিক্রির কোনো প্রশ্নই ওঠে না৷ বাংলা বই বিদেশি ভাষাতে অনুবাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থা৷ যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বই জার্মান ভাষায় অনুবাদের সম্ভাবনা রয়েছে৷

ফ্রাংকফুর্ট বইমেলায় ‘আনন্দ'-এর উপস্থিতি যেমন আনন্দের, তেমনই বাংলাদেশের একটাও স্টল না থাকাটা বাঙালির জন্য সত্যিই খুব দুঃখের৷ আগামীতেও কি ‘আনন্দ পাবলিশার্স'-কে ফ্রাংকফুর্ট বইমেলায় পাওয়া যাবে? সুবীর মিত্র আশ্বাস দিয়ে জানালেন, তিনি নিজে না থাকতে পারলেও সংস্থার কোনো না কোনো প্রতিনিধি অবশ্যই ভবিষ্যতেও মেলায় অংশ নেবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান