1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইজারল্যান্ডে দু'টি বিমান বিধ্বস্ত

৫ আগস্ট ২০১৮

একটি জেইউ-৫২ বিমান সুইস আল্পসে বিধ্বস্ত হলে তাতে ২০ জন আরোহী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷ এছাড়া লুৎসার্নে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে৷

https://p.dw.com/p/32drS
Schweiz JU 52 über Oberschleißheim
ছবি: Imago/Lindenthaler

সুইস আল্পসে হওয়া দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়৷ রোববার সকালেও সেখানে উদ্ধার কাজ চলেছে৷ ইউঙ্কার জেইউ-৫২ নামের ভিন্টেজ বিমানটি ৭৯ বছর পুরোনো৷ জেইউ-এয়ার এই বিমানটিতে চড়ে পর্যটকরা সুইজারল্যান্ডের মনোরম দৃশ্য উপভোগ করেন৷
এটি ১৭ জন যাত্রী ও তিনজন ক্রু বহন করতে পারে৷ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সুইস আল্পসের পশ্চিম দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ৩শ' ফিট ওপরে৷ বিমানটি দুর্ঘটনায় কেন পড়ল তা এখনো জানা যায়নি৷
স্থানীয় পত্রিকা ব্লিক জানিয়েছে যে, বিমানের সব যাত্রী মারা গেছেন, যদিও পুলিশ এখনো নিহতের সংখ্যা সম্পর্কে কিছু জানায়নি৷
উদ্ধার অভিযানে পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে৷
জেইউ-এয়ার নামক কোম্পানিটিতে তিনটি ভিন্টেজ বিমান রয়েছে৷ এগুলো জার্মানিতে তৈরি৷ এখানে এগুলো পরিচিত ‘আন্টি জেইউ' নামে৷ জেইউ-৫২ বিমানগুলো বানানো হয়েছিল ১৯৩১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত৷

এদিকে, একই দিনে সুইস শহর লুৎসার্নে আরেকটি বিমান দুর্ঘটনা ঘটেছে৷ শহরটির দক্ষিণাঞ্চলে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়৷ এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন মারা যান৷
সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ৷ তারা বিমানে চড়ে ফ্রান্সে যাচ্ছিলেন৷

জেডএ/ডিজি (ডিপিএ/এএফপি)

Schweiz Alpen Suche nach Flugzeug Piloten
উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছেছবি: picture-alliance/dpa/P. Schmidli
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য