সুইজারল্যান্ডে ছুরিকাঘাতে আহত ৬
১৬ মে ২০২৪পুলিশ বলছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর৷ হামলাকারীকেও হাসপাতালে নেওয়া হয়েছে৷ হামলাকারী নিজেই নিজেকে আহত করেন বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন৷
হামলাকারীর বয়স প্রায় ৪০ এবং তিনি ‘বিদেশি বংশোদ্ভূত বলে মনে হচ্ছে’ বলে দাবি পুলিশের৷ তিনি একাই হামলা চালিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ৷
জুরিখ থেকে ৬০ কিলোমিটার পশ্চিমের সফিঙ্গেন শহরের রেল স্টেশনে প্রথম এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন হামলাকারী৷ এরপর নির্বিচারে আরও কয়েকজনের উপর হামলা শেষে একটি বাড়িতে আশ্রয় নেন৷
আহতদের মধ্যে দুজন স্কুল শিক্ষক ও একজন গর্ভবতী নারী আছেন৷ ঐ নারীর মুখে হামলা করা হয় এবং তার জীবন হুমকির মুখে নেই বলে তার স্বামী জানিয়েছেন৷
একটি বিশেষ টিম প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে ঐ বাড়ি থেকে হামলাকারীকে আটক করেছে৷
তদন্তে সহায়ক হয় এমন ছবি ও ভিডিও শেয়ার করতে প্রত্যক্ষদর্শীদের অনুরোধ করেছে পুলিশ৷
জার্মানিতে একজনের যাবজ্জীবন
২০২৩ সালের জানুয়ারিতে ট্রেনে ছুরি হামলা চালিয়ে দুজনকে হত্যার দায়ে বুধবার ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন রাষ্ট্রহীন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত৷
আদালতে ঐ ব্যক্তিকে ইব্রাহিম এ. নামে ডাকা হয়েছে৷ বয়স ৩৪৷ উত্তরের শহর কিল ও হামবুর্গের মধ্যে চলাচলকারী এক ট্রেনে এই ঘটনা ঘটেছিল৷ এতে পাঁচজন আহতও হয়েছিলেন৷
ইব্রাহিম এ. ২০১৪ সালে জার্মানিতে এসেছিলেন৷ এর আগেও কয়েকবার তিনি অভিযুক্ত হয়েছিলেন৷ ট্রেনে হামলা করার কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি৷
জেডএইচ/এসিবি (এএফপি)