1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুঁই-সুতোর কাজে আগ্রহী জার্মান তরুণীরা

২৩ এপ্রিল ২০১১

জার্মানিতে একসময় সুঁই-সুতোর হাতের কাজের প্রচলন ছিল৷ তা হারিয়ে যাচ্ছে৷ তবে অনেকেই এখন আবার ঝুঁকে পড়ছেন এই সেলাইয়ের কাজের প্রতি৷

https://p.dw.com/p/112k7
উল বোনার প্রবণতা বাড়ছেছবি: AP

আমাদের দেশে মা-খালারা সেলাইয়ের কাজে সবসময়ই পারদর্শী৷ বাচ্চাদের কাপড় একসময় ঘরেই বানানো হতো৷ এখনো হয়, তবে আগের মত নয়৷ কিন্তু তারপরেও শখ করে অনেকেই বাচ্চাদের কাপড় তৈরি করেন৷ জার্মানিতে হারিয়ে যাওয়া অত্যন্ত আদরে ভরা এই সংস্কৃতি আবারো প্রাণ ফিরে পাচ্ছে৷

৪২ বছর বয়স্কা নিকোলা বাউমান প্রায় ১১ বছর কাজ করেছেন থিয়েটার এবং অপেরা হাউজে৷ থিয়েটারের ড্রেস তৈরি করার কাজ ছিল তাঁর৷ প্রতিদিনের কাজের ধকল তিনি আর সহ্য করতে পারছিলেন না৷ তিনি সিদ্ধান্ত নেন পেশা পরিবর্তনের৷ তিনি যখন নতুন কাজের সন্ধান করছিলেন তখন তাঁকে প্রশ্ন করা হয়,‘‘সেলাইয়ের প্রশিক্ষণ তিনি তদারকি করতে পারবেন কিনা৷'' ছয় মাস আগে পাওয়া সেই প্রস্তাবে তিনি রাজি না হলেও তা নিয়ে নিজেই কিছু করার কথা ভাবেন৷ তিনি নিজেই একটি প্রতিষ্ঠান খোলেন৷ শুরু হয় ঘরোয়া পরিবেশে সেলাইয়ের প্রশিক্ষণ দেয়া৷

এসেন শহরে তাঁর প্রতিষ্ঠানের নাম ‘কান্টিনে হাইমভ্যার্ক'৷ সেখানে বিভিন্ন বয়সের মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ দেয়া হয়৷ প্রতিদিন মহিলারা আসেন৷ কফি আর কেক খাওয়ার পর সেলাইয়ের কাজ শেখানো হয়৷

নিকোলা বাউমান বলেন, ‘‘একসময় জার্মানির বিভিন্ন স্কুলে ছোট-খাট সেলাইয়ের প্রশিক্ষণ দেয়া হত৷ এখন আর তা হয় না৷ তরুণীরা আবারো এদিকে ঝুঁকছে৷ তারা নিজেরাই বাড়িতে পোশাক তৈরি করতে আগ্রহী৷ আমি চাইলে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সেলাইয়ের কোর্স চালাতে পারি৷''

বার্লিনে এরকম একটি সংস্থার নাম ‘নিটিং পার্টিস'৷ সেখান থেকেই মূলত নিকোলা বাউমান প্রেরণা পান৷ মাসে অন্তত একবার তিনি এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে চান যেখানে সবাই তাদের নিজস্ব ডিজাইন এবং সৃজনশীলতার পরিচয় দিতে সক্ষম হবে৷

Themenbild Verschiedenfarbige Knäuel Strickgarn
নতুন ডিসাইনে সেলাই করা বা বোনার পথ বাতলে দিচ্ছে অনেক বইছবি: picture-alliance / dpa / Themendienst

বলা প্রয়োজন, জার্মানিতে বেশ কিছু ফ্যাশন ম্যাগাজিন তাদের প্রতিটি সংখ্যাতেই সেলাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন৷ নিজ হাতে সেলাই করা কাপড় বিক্রির জন্য রয়েছে বিশেষ একটি ওয়েবসাইটও৷ হামবুর্গের একটি দোকানে শুধু হাতে সেলাই কাপড় বিক্রি হয় নাম ‘পেট্রা টয়ফেল'৷ সেখানে শুধু সুঁই আর সুতো নয় বরং উলের তৈরি পোশাকও বিক্রি হচ্ছে৷ সুঁই আর রঙিন সুতো দিয়ে কে কত নিঁখুত সুক্ষ্ম কাজ তুলতে পারে তারই যেন প্রতিযোগিতা চলছে জার্মানিতে, হাসতে হাসতে বললেন দোকানের ম্যানেজার ইয়ুডিথ ক্লার৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক