1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সীমান্তে হত্যাকাণ্ড

১৩ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি সাংবাদিকদের বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে তিনি হতাশ৷ ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বার বার আশ্বাস দেয়ার পরও সীমান্তে বিএসএফ’এর হাতে নিহত হচ্ছে বাংলাদেশি নাগরিক, যা দু:খজনক৷

https://p.dw.com/p/142Hm
ছবি: DW/Islam

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি রোববার তাঁর কার্যালয়ে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন৷ তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন ভারতের সর্বোচ্চ পর্যায় থকে সীমান্ত হত্যা বন্ধে প্রতিশ্রুতি দেয়া হলেও তা বন্ধ হয়নি৷ উচ্চ পর্যায়ের কথার সঙ্গে মাঠ পর্যায়ের কাজের মিল না থাকাটা শুধু দু:খজনক নয়, হতাশারও৷ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকরা বিএসএফ'এর হাতে নিহত হচ্ছে অথচ সীমান্তে গুলি না চালোনোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে বার বার৷ দুই দেশের রাজনৈতিক পর্যায়ে যে সমঝোতা হয় তা মাঠ পর্যায়ে কার্যকর না হওয়া মেনে নেয়া যায় না৷

তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাটির দেশ হিসেবে তিস্তার পানিতে বাংলাদেশের ন্যায্য অধিকার রয়েছে৷ তাই ট্রানজিটের সঙ্গে তিস্তার পানিবণ্টনের ঘটনা মিলিয়ে ফেললে চলবেনা৷ বাংলাদেশের মানুষের মনোভাবকে বাংলাদেশ সরকার যেমন গুরুত্ব দেয়৷ তেমনি অন্য সবাইকে তা বুঝতে হবে৷ অনেক ক্ষেত্রেই বাংলাদেশের সঙ্গে ভারতের সহযোগিতার সম্পর্ক আছে এবং তা আরো বিস্তৃত হবে৷ কিন্তু আমাদের তিস্তার পানি খুবই প্রয়োজন৷

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি বলেন বাংলাদেশ যেকোন বিষয়ে চুক্তি বা আলোচনা করে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে৷ তাই তিস্তার পানি বন্টন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকারের কথায় আস্থা রাখতে চায় বাংলাদেশ৷ বিদেশি সাংবাদিক দলে ভারত, শ্রীলঙ্কা, নেপালসহ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিকরা রয়েছেন৷ দীপুমনি তাদের জানান বাংলাদেশ মালদ্বীপের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য