1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ এবং ওবামার ভাষণের প্রতিক্রিয়া

২০ মে ২০১১

সিরিয়ায় শুক্রবার সরকার বিরোধী তুমুল বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ জন প্রাণ হারিয়েছে৷ এদিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের ভাষণ নিয়ে আজ সব জায়গা ছিল সরগরম৷

https://p.dw.com/p/11KSC
শুক্রবারও সরকার বিরোধী তুমুল বিক্ষোভে ফেটে পরে মানুষ (ফাইল ফটো)ছবি: dapd

রাজধানী দামেস্কসহ বানিয়াস, কামিসি এবং হোমস শহরে হাজার হাজার প্রতিবাদকারী সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেন শুক্রবার৷ কেন্দ্রীয় শহর হোমস এবং দক্ষিণাঞ্চল দারাতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপরে গুলিবর্ষণ করলে একটি শিশুসহ অন্তত ৫ জন নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ শিশুটি এবং বাকি তিনজন প্রাণ হারান হোমসে এবং আরেকজন মারা যান দারার কাছের গ্রাম সানামিয়েনেতে৷

এদিকে আরব বিশ্বে জুম্মাবারের এই দিনে সব জায়গা সরগরম ছিল আরব দুনিয়া ও মধ্যপ্রাচ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ নিয়ে৷ বক্তৃতায় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলকে ১৯৬৭'র সীমান্তে ফিরে যেতে হবে৷ গড়তে হবে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র৷

NO FLASH Barack Obama Rede Grundsatzrede Mittlerer Osten Nordafrika
বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলকে ১৯৬৭'র সীমান্তে ফিরে যেতে হবেছবি: AP

ওবামার ঐ ভাষণকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাথে সাথেই স্বাগত জানিয়েছেন, এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেছেন৷ শুক্রবার ইউরোপীয় ইউনিয়নও মার্কিন প্রেসিডেন্টের ভাষণকে স্বাগত জানিয়েছে৷ ১৯৬৭'র সীমান্ত অনুযায়ী ইসরায়েল এবং প্যালেস্টাইনের সীমান্ত হওয়া উচিৎ, বারাক ওবামার এই বক্তব্যকে ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন স্বাগত জানিয়েছেন৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও মধ্যপ্রাচ্য এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে শান্তি চুক্তি সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন৷ ওদিকে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া ওবামার ভাষণের পরে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা ওবামা'কে তুলোধোনা করছেন এই বলে যে, তিনি ইসরায়েলকে জলাঞ্জলি দিচ্ছেন৷

ওবামার বক্তব্যে ক্ষুন্ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আলোচনার জন্যে শুক্রবার ওয়াশিংটন পৌঁছেছেন৷ এ বক্তব্যের পর হতাশা প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, ‘‘এতে এমনই বোধ হচ্ছে যে, ওয়াশিংটন বাস্তবতা বোঝে না৷ আমরা কি পরিস্থিতিতে আছি তা তারা বোঝে না৷'' ওবামার সঙ্গে বৈঠকের জন্যে যুক্তরাষ্ট্রে রওনা হবার আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘‘ইসরায়েলের অস্তিত্বের বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তব রূপ পেতে পারে না৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক