1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে, জাতিসংঘ কর্মকর্তা

১৩ জুন ২০১২

সিরিয়ায় এখন পুরোদমে গৃহযুদ্ধ চলছে, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান হার্ভে লাডসুস’এর বক্তব্য এটি৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, রাশিয়া সিরিয়াকে সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে৷

https://p.dw.com/p/15DAL
ছবি: Reuters

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান হার্ভে লাডসুস সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়টি পরিষ্কার করে দিলেন৷ এতদিন এই নিয়ে জল্পনাকল্পনা ছিল, গৃহযুদ্ধ শুরুর শঙ্কা ছিল৷ কিন্তু বুধবার লাডসুস জানিয়েছেন, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কব্জায় থাকা সেদেশের একটি বড় অংশ পুনরায় দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে৷ সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে কিনা, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমার মনে হয় আমরা এটা বলতে পারি৷'' সিরিয়ায় সাম্প্রতিক সময়ে সহিংসতা অনেক বেড়ে গেছে বলেও জানান হার্ভে লাডসুস৷

বলাবাহুল্য, মঙ্গলবারও সিরিয়ায় নিহতের সংখ্যা কমপক্ষে ৭২৷ হতাহতের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যাই বেশি৷ সেদেশে সেনারা শিশুদেরকে বর্ম হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে৷ জাতিসংঘের শিশু এবং সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি রাধিকা কুমারাস্বামী এই বিষয়ে বলেন, ‘‘সিরিয়ায় নয় বছর বয়সি শিশুদেরকেও হত্যা করা হচ্ছে৷ শিশুরা আহত হচ্ছে, তাদেরকে আটক, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে৷ এমনকি সিরিয়ার সরকারি সেনারা, যাদের মধ্যে রয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং আধাসামরিক বাহিনী –শিশুদেরকে মানব বর্ম হিসেবে ব্যবহার করছে''৷

Symbolbild Syrien - Syriens Armee missbraucht Kinder als Schutzschilde
শিশুদেরকেও হত্যা করা হচ্ছে সিরিয়ায়...ছবি: dapd

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আবারো সিরিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়ার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন৷ তিনি দাবি করেছেন, রাশিয়া সামরিক হেলিকপ্টার দিয়ে সিরিয়াকে সহায়তা করছে৷ এই অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে আকাশ থেকে ভূমিতে হামলা চালানো সম্ভব৷

হিলারি বলেন, ‘‘সাম্প্রতিক এক খবরে আমরা উদ্বিগ্ন যে, রাশিয়া থেকে সিরিয়ায় ‘অ্যাটাক' হিলেকপ্টার পাঠানো হচ্ছে৷ এই হেলিকপ্টার সেদেশে পৌঁছালে সহিংসতা নাটকীয়ভাবে বেড়ে যাবে৷''

এক্ষেত্রে রাশিয়া যেসব তথ্য প্রদান করছে সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন হিলারি৷ মার্কিন এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘‘তারা (রাশিয়া) বিভিন্ন সময় বলেছে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কেননা তারা যাকিছু সেদেশে (সিরিয়া) সরবরাহ করছে সেগুলো সেদেশের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়৷ এই বক্তব্য সম্ভবত সত্য নয়৷''

উল্লেখ্য, সিরিয়ায় ১৫ মাস ধরে চলা সহিংসতা দমনে কার্যকর পন্থা খুঁজছে আন্তর্জাতিক সমাজ৷ গত ১২ এপ্রিল থেকে সেদেশে যুদ্ধবিরতি কার্যকর হলেও দৃশ্যত সহিংসতা কমছে না৷ প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা৷ সিরিয়া সংকট নিরসনে সেদেশে লিবিয়ার মতো আন্তর্জাতিক বাহিনীর সামরিক অভিযানের বিষয়টি আলোচনায় রয়েছে৷ কিন্তু এ ধরনের অভিযান সঠিক পদক্ষেপ হবে না বলেই মনে করছে ন্যাটো৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি, রয়টার্স)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য