1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় একদিনে নিহত ১২১

৩১ জুলাই ২০১১

জুনের তিন তারিখের পর জুলাইয়ের ৩১৷ এই দুই দিন সিরিয়ার সামরিক বাহিনী অভিযান চালালো একটি শহরের উপর৷ যার নাম হামা৷ জুনের অভিযানে মারা গিয়েছিল ৪৮ জন৷ আর রবিবার নিহত হয়েছে কমপক্ষে ৯৫ জন৷

https://p.dw.com/p/1271m
হামা শহরে সেনা অভিযানছবি: picture alliance/abaca

অবশ্য পুরো সিরিয়া ধরলে শুধু রবিবারেই নিহত হয়েছে ১২১ জন৷

সবশেষ পরিস্থিতি

এ মাসের প্রথম দিন হামা শহরে সরকার বিরোধী একটি বিশাল সমাবেশ হয়৷ প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল সেখানে৷ বলা হচ্ছে, মার্চের মাঝামাঝি শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত ওটাই সবচেয়ে বড় সমাবেশ৷ ধারণা করা হচ্ছে, হামা শহরের এই আন্দোলনমুখী ঢেউ থামাতে সেখানে আজ সামরিক বাহিনী পাঠায় সিরিয়ার কর্তৃপক্ষ৷ সকাল ছয়টায় শুরু হয় অভিযান৷ বিভিন্ন বার্তা সংস্থা বলছে সাধারণ মানুষ লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোঁড়ে সেনারা৷ ফলে বিপুল লোকের প্রাণহানি ঘটে৷ সিরিয়ার এক ঊর্ধ্বতন মানবাধিকারকর্মী আম্মার কুরাবি বলছেন কমপক্ষে ৯৫ লোকের মৃত্যু হয়েছে৷ এছাড়া অন্যান্য শহরেও প্রাণহানির কথা জানিয়েছেন তিনি৷ ফলে সব মিলিয়ে শুধু আজকেই মোট ১২১ জন নিহত হওয়ার তথ্য দিয়েছেন তিনি৷

Syrien Militär Hama
হামা শহরে ট্যাঙ্কছবি: picture alliance/abaca

সিরিয়ার সরকারের প্রতিক্রিয়া

কতজন সাধারণ নাগরিক মারা গেছে সেটা না বললেও দেশটির সরকারী বার্তা সংস্থা সানা দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে৷ সংস্থাটি বলছে হামা শহরে দায়িত্ব পালনরত এই দুইজন সেখানকার সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে৷ এছাড়া সন্ত্রাসীরা পুলিশ কার্যালয় সহ বিভিন্ন সরকারী অফিসে ভাঙচুর চালিয়েছে, এমন খবর ছেপেছে ঐ বার্তা সংস্থাটি৷ এখনো বিভিন্ন ভবনের ছাদে সশস্ত্র বন্দুকধারীরা পাহারায় রয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি৷

পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া

এখন পর্যন্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ তিনি নিজ দেশের নাগরিকের উপর এ ধরণের হামলা না চালানোর জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

আন্দোলনে নিহত কত

বিভিন্ন মানবাধিকার সংগঠন দেড় হাজারেরও বেশি সাধারণ মানুষ নিহত হওয়ার খবর দিচ্ছে৷ আর গ্রেপ্তার হয়েছে ১২ হাজারেরও বেশি৷ এদিকে নিরাপত্তা বাহিনীরও প্রায় সাড়ে তিনশো সদস্য মারা গেছে বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান