1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানি ঘাঁটিতে ইসরায়েলি হামলার দায় স্বীকার

২১ জানুয়ারি ২০১৯

সিরিয়ার দামেস্কে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার চালিয়েছে ইসরায়েল৷ সোমবার এক বিবৃতিতে এই হামলার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী৷

https://p.dw.com/p/3BtFr
Israel F-16 Jet
ছবি: Picture-alliance/dpa/epa/A. Sultan

সামরিক বাহিনীর সেই টুইটার বার্তায় বলা হয়, ‘‘ইতোমধ্যে আমরা সিরিয়ার ভূখণ্ডে কুদস ঘাঁটিতে হামলা শুরু করেছি৷ একইসঙ্গে সিরিয়ার সামরিক বাহিনীকে সতর্ক করে দিচ্ছি, তারা যেন ইসরায়েলি বাহিনী বা ভূখণ্ড লক্ষ করে পাল্টা হামলা না করে৷''

কুদস বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে ইরান বিষয়ক তাদের নীতিমালা তুলে ধরেন৷ তিনি বলেন, তাদের লক্ষ্য শুধুই সিরিয়ার ভূখণ্ডের ইরানি স্থাপনা ও ইরানি প্রতিরোধ ব্যবস্থায় আঘাত হানা৷ 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন সেনা নিহত হয়েছে৷ অন্যদিকে সিরিয়ান সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে৷ 

উল্লেখ্য, এই হামলার আগে রবিবার রাতভর সিরিয়া ও  ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে৷ সিরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তারা দামেস্ক বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা প্রতিহত করেছে৷ অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের অধিকৃত গোলান মালভূমিতে সিরিয়ার রকেট হামলা প্রতিহত করেছে৷ 

উল্লেখ্য, অধিকাংশ সময়ই ইরানের ওপর হামলা নিয়ে নিশ্চুপ থাকে ইসরায়েল৷ কিন্তু গত মাস থেকে রীতিমতো ঘোষণা দিয়েই হামলা করে আসছে৷ প্রধানমন্ত্রী নেতানিয়াহুই প্রকাশ্যে এটি নিয়ে আলাপ করেছেন৷

এফএ/এসিবি (রয়টার্স,এপি )

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য