1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর হলেও সাবধানী ওবামা

১ মে ২০১৩

জর্জ ডাব্লিউ বুশ আর বারাক ওবামার মধ্যে বড় একটা পার্থক্য আছে৷ বুশ আক্রমণাত্মক, তুলনায় ওবামা অনেক সহনশীল৷ এ কথাটা যে ভুল নয় সিরিয়া প্রশ্নে আবারো বোঝা গেল৷ ওবামা জানিয়েছেন, সিরিয়ার ব্যাপারে সিদ্ধান্তের আগে সব খতিয়ে দেখবেন৷

https://p.dw.com/p/18Q1w
A fighter from Islamist Syrian rebel group Jabhat al-Nusra runs with his weapon as their base is shelled in Raqqa province, eastern Syria, in this March 14, 2013 file photo. Since falling, Raqqa has been in effect run by Ahrar al-Sham, one of the best organised of hundreds of opposition formations fighting to oust Assad, and its Islamist allies, opposition campaigners in the area said. They said the al Qaeda-linked al-Nusra Front has a strong presence in the city and cooperates with Ahrar. The Iraqi wing of al Qaeda announced on Tuesday that Nusra was now its Syrian branch and the two groups would operate under one name -- the Islamic State in Iraq and the Levant. REUTERS/Hamid Khatib/Files (SYRIA - Tags: CONFLICT POLITICS) Edit status: New
ছবি: Reuters

বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে – এই তথ্য নিয়ে কয়েকদিন ধরেই বেশ তোলপাড় চলছে৷ মার্কিন গোয়েন্দাদের এই তথ্যকে ব্রিটেনও অমূলক বলছে না৷ সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এমন তথ্য তাদের কাছেও আছে বলে দাবি করেছে দেশটি৷ তবে সীমান্তের বাইরে নয়, ব্যবহৃত হয়েছে সিরিয়ার ভেতরে৷ তবে বাশার আল-আসাদ সরকারের বাহিনী নাকি বিদ্রোহীরা ব্যবহার করেছে, কবে করেছে, কীভাবে করেছে – এসব সম্পর্কে যুক্তরাষ্ট্র বা ব্রিটেন একেবারেই নিশ্চিত নয়৷ তথ্যে এই ফাঁকগুলোর কথা স্বয়ং ওবামাও বলেছেন৷ মঙ্গলবার তিনি বলেন, এসব বিষয়ে নিশ্চিত হওয়ার আগে সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দিকে তিনি বা তাঁর দেশ যাবে না৷ অর্থাৎ বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অস্ত্র চাইছে, তা পাওয়ার সম্ভাবনা আপাতত নেই৷ রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে সিরিয়ার জন্য সেটা হবে শেষ সীমা লঙ্ঘন – বেশ আগেই দেয়া ওবামার এ হুমকির কারণে যাঁরা এক্ষুনি যুক্তরাষ্ট্রের সিরিয়া আক্রমণের সম্ভাবনা দেখছিলেন, তাঁদের অনুমানও আপাতত সত্যি হচ্ছে না৷

US President Barack Obama speaks during the Organizing for Action dinner on March 13, 2013 at the St. Regis Hotel in Washington, DC. AFP PHOTO/Mandel NGAN (Photo credit should read MANDEL NGAN/AFP/Getty Images)
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: Getty Images

অথচ ওবামার পূর্বসূরি জর্জ ডাব্লিউ বুশ হলে কী হতো! পারমানবিক অস্ত্র আছে – এই অজুহাতে তাঁর আমলে ইরাকে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র৷ পরে কিন্তু ইরাকে তেমন কিছুই পাওয়া যায়নি৷ বারাক ওবামা এবার অন্তত সেই পথে হাঁটছেন না৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য