1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিন্ধুর অন্ধ ডলফিন

৪ ফেব্রুয়ারি ২০২০

ইন্ডাস রিভার ডলফিনের বিচরণক্ষেত্র সিন্ধু নদ৷ মিঠাপানির এই প্রাণীরা কিন্তু চোখে দেখতে পায় না৷ কিন্তু তাদের কাণ্ডকারখানায় চোখ জুড়াবে যে কারও৷ বর্তমানে এই শুশুকদের সংখ্যা ঠেকেছে মাত্র দুই হাজারে৷ তাদেরকে লুপ্তপ্রায় প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ ইউনিয়নও৷ তবে আশার কথা সিন্ধুর অন্ধ ডলফিনদের রক্ষায় স্থানীয়ভাবে বেশ কিছু উদ্যোগ রয়েছে৷

https://p.dw.com/p/3XEs9