1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রশংসায় ভাসছেন পাকিস্তানের এক নারী পুলিশ

২৬ নভেম্বর ২০১৮

পাকিস্তানের করাচিতে চীনা কনস্যুলেটে সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতা দেখিয়েছিলেন নারী পুলিশ কর্মকর্তা সুহাই আজিজ তালপুর৷ তাঁর জন্য ঐ হামলা থেকে রক্ষা পান অনেকে৷ রাতারাতি তারকার মর্যাদা পাচ্ছেন সুহাই৷

https://p.dw.com/p/38u59
Pakistan Karatschi, Angriff auf chinesisches Konsulat | Suhai Aziz Talpur, Polizistin
ছবি: Reuters/A. Soomro

২৩ নভেম্বর সকালে কাজে যাওয়ার সময় চীনা কনস্যুলেটে হামলার ঘটনা শোনেন সুহাই৷ সঙ্গে সঙ্গে রওনা হন ঘটনাস্থলে৷ সেখানে গিয়ে তাঁর দুই সহকর্মীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দেখেন যে, তিনজন সন্ত্রাসী কনস্যুলেট ভবনে প্রবেশের পথ উড়িয়ে দেয়ার চেষ্টা করছে৷ তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘‘আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হচ্ছে আর ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন৷'' ঠিক সেই মুহূর্তে তিনি একটা অবস্থান ঠিক করে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করেন এবং ফোনে আরো ফোর্স পাঠানোর তাগিদ দেন৷ এরপর আরো পুলিশ এলে দুই ঘণ্টার সংঘর্ষের পর তাঁরা কনস্যুলেটের ভেতরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন৷

সুহাই যখন কনস্যুলেটের ভেতর প্রবেশ করেন, সেখানে একজন চীনা নারীএবং চারজন পাকিস্তানী ছিলেন৷ নারীটি তাঁকে জড়িয়ে ধরেন৷

কমান্ডোদের সঙ্গে পিস্তল উঁচিয়ে তাঁর গুলি ছোঁড়ার দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ এই সাহসিকতার জন্য তাঁকে দেশটির পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে৷ ৩০ বছর বয়সি সুহাই এখন পাকিস্তানের নারীবাদী আইকনে পরিণত হয়েছেন, কেননা, পাকিস্তানে নারী পুলিশের সংখ্যা হাতে গোণা৷ তবে সুহাই মনে করেন, সেদিনের প্রকৃত বীর শহীদ দুই পুলিশ কর্মকর্তা, যাঁরা দীর্ঘক্ষণ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন৷

শুক্রবারের ঐ হামলায় দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হন৷ খুব শিগগিরই সুহাই পদোন্নতি পাবেন বলে শোনা যাচ্ছে৷ আর তাহলে পাকিস্তানের সিন্ধ প্রদেশে তিনি হবেন দ্বিতীয় নারী, যার পদমর্যাদা অ্যাসিসটেন্ট সুপারিটেন্ডেন্টের উপরে হবে৷

সিন্ধ প্রদেশের দক্ষিণাঞ্চলের একটা ছোট্ট গ্রামে সুহাইয়ের বেড়ে ওঠা৷ এরপর চার্টার্ড অ্যাকাউটেন্ট হওয়ার জন্য পড়ালেখা করেছিলেন তিনি৷ পরে সিদ্ধান্ত বদলে পুলিশবাহিনীতে যোগ দেন৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান