1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালোন সীমান্তে ২ হাজার বাংলাদেশি

২৮ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়া ও মিশরের সালোন সীমান্তে প্রায় ২ হাজার বাংলাদেশি মানবেতর জীবন যাপন করছেন৷ তারা লিবিয়া থেকে বের হয়ে দু’দেশের জিরো পয়েন্টে অবস্থান করছেন বলে ডয়চে ভেলেকে টেলিফোনে জানিয়েছেন৷

https://p.dw.com/p/10QPJ
লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকছবি: privat

সেখানে তারা নি:স্ব অবস্থায় অবস্থান করছেন৷ খাবার মিলছেনা, নেই কোন তাবু৷ খোলা আকাশের নীচে তাদের থাকতে হচ্ছে৷ সারাদিনে মেলে একটি বা দু'টি রুটি৷

মাদারীপুরের নাঈম হোসেন কাজ করতেন লিবিয়ার ধালনা শহরে কোরীয় উন নির্মাণ কোম্পানিতে৷ কর্তৃপক্ষ পরিস্থিতি খারাপ দেখে কোম্পানি গুটিয়ে চলে গেছে৷ কিন্ত ওই কোম্পানির সাড়ে ৪ শ' বাংলাদেশি শ্রমিককে তারা ফেলে রেখে যায়৷ ছয় দিন আগে তাঁরা জীবন বাঁচাতে কোনভাবে লিবিয়া সীমান্ত পার হয়ে মিশরের সালোন সীমান্তে পৌঁছোন৷ এখন সেখানে আরো অনেক বাংলাদেশী অবস্থান নিয়েছে৷ কিন্তু সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার কেউ নেই৷

নাইম জানান, তাদের কোম্পানিতে হামলার সময় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন৷ তাদের একজন সেখানকার হাসপাতালে রয়েছেন৷

সালোন সীমান্তে অবস্থানরত আরেক বাংলাদেশি টাঙ্গাইলের মো. সেলিম জানান, তাদের দিনে একটি বা দুটির বেশি রুটি জোটেনা৷ পানি নেই৷ থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে৷ তিনি তাদের উদ্ধার করে কায়রো নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন৷

তারা দু'জন জানান, ওই সীমান্তে তাদের সহায়তার জন্য কোন বিদেশি সংস্থাও এগিয়ে আসছেনা৷ শুধুই সীমান্ত রক্ষীরা আছেন৷ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় তারা মিশরের ভেতরেও ঢুকতে পারছেন না৷ জিরো পয়েন্টেই থাকতে হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম