1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্চ সেবায় জাদু দেখাচ্ছে গুগল

৯ সেপ্টেম্বর ২০১০

জাদুকর কিংবা গণকঠাকুরের মতো গুগলও আপনার মনের কথা পড়তে চাইছে৷ তাই এবার থেকে এক অক্ষর লিখলেই শুরু হবে খোঁজা৷ এমনকি চাপতে হবে না এন্টার বাটনও৷ বরং আপনার কাঙ্ক্ষিত শব্দের অক্ষর বদলের সঙ্গে সঙ্গেই বদলাবে খোঁজের সব ফলাফল৷

https://p.dw.com/p/P7P4
খোঁজের কাজে সময় কমাচ্ছে গুগলছবি: AP

মঙ্গলবার নতুন এই খোঁজ সেবার কিছু নমুনাও দেখিয়েছে গুগল কর্মকর্তা মারিসা মেয়ার৷ তিনি খোঁজ বাক্সে ‘ডব্লিউ' লেখার সঙ্গে সঙ্গেই গুগলের পাতা জুড়ে হাজির আবহাওয়ার নানা তথ্য৷ এমনকি ছবিও৷ অথচ মেয়ার কিন্তু তখনও এন্টার বাটনটি চাপেননি৷ এমনকি পুরো শব্দটাও লিখে শেষ করেননি তিনি৷ মেয়ার এর কথায়, আমরা বোঝার চেষ্টা করছি, একজন গুগল ব্যবহারকারী ঠিক কী খুঁজতে চাইছেন৷ সে মতই আগেভাগে ফলাফল হাজিরের চেষ্টা এটি৷

সংস্থাটি এই সেবার নাম দিয়েছে ‘গুগল ইন্সট্যান্ট'৷ এর মূল্য লক্ষ্য একটাই, সময় বাঁচানো৷ গুগলের হিসেবে একজন ব্যবহারকারী কোন একটি শব্দ লিখতে সময় নেন গড়ে ৯ সেকেন্ড৷ এরপর কাঙ্ক্ষিত উত্তর খুঁজে নিতে সময় লাগে আরো ১৫ সেকেন্ড৷ ‘গুগল ইন্সট্যান্ট' এক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় বাঁচিয়ে দেবে৷

অবশ্য ইতিমধ্যেই ‘গুগল ইন্সট্যান্ট' নিয়ে কিছুটা সমালোচনাও শোনা যাচ্ছে৷ টেকনোলজি ব্লগার হ্যারি ম্যাকরাকেন-এর কথায়, খুঁজতে গিয়ে দু-এক সেকেন্ড কমবেশি লাগা এমন বড় কোন বিষয় নয়৷ সমস্যা হচ্ছে ‘গুগল ইন্সট্যান্ট' খোঁজা শেষ করার আগেই অনেক অহেতুক লিংক দেখাবে৷ এতে আমি মোটেই আগ্রহী নই৷

সে যাই হোক, গুগলের এই নতুন সেবা বুধবার থেকেই চালু মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ইউরোপের ইন্টারনেট জগতেও এর দেখা মিলবে আগামী কয়েকদিনের মধ্যে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান