1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে ব্রাজিলিয়ানদের চাহিদা

৩০ জানুয়ারি ২০১৪

ফুটবলে এখন ব্রাজিলিয়ান ফুটবলারদের খুব চাহিদা৷ গত বছর ক্লাব বদলানো ১২ হাজার ৩০৯ জন ফুটবলারের মধ্যে ১ হাজার ৫৫৪ জনই ব্রাজিলিয়ান৷ দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা৷ তবে ব্রাজিলের প্রতিবেশী দেশটি থেকে ক্লাব বদলেছেন মাত্র ৬৯৫ জন৷

https://p.dw.com/p/1Az4m
Confederations Cup 2013 Sieger Brasilien
ছবি: picture-alliance/dpa

২০১৩ সালে ট্রান্সফার মার্কেটের সব তথ্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা৷ প্রতিবেদনে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, পুরো বছরে সারা বিশ্বের মোট ১২ হাজার ৩০৯ জন ফুটবলার নতুন ক্লাবে যোগ দিয়েছেন, তার মধ্যে ১ হাজার ৫৫৪ জন অর্থাৎ শতকরা ১৩ ভাগই ব্রাজিলিয়ান৷ স্পেন, ইটালি এবং ইংল্যান্ডের ক্লাবগুলোতে ব্রাজিলিয়ানদের চাহিদা আগের মতোই ক্রমবর্ধমান৷ সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি থেকে পর্তুগাল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমীরাত, দক্ষিণ কোরিয়া, এমনকি হাঙ্গেরির লিগে খেলারও ডাক পাচ্ছেন ফুটবলাররা৷ গত বছর পর্তুগালে সাম্বা ফুটবলের সৌন্দর্যে দর্শকদের বিমোহিত করতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ১০৬ জন, জাপানে ৫০ জন, সংযুক্ত আরব আমীরাতে ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৩০ জন আর হাঙ্গেরিতে গিয়েছেন ২৮ জন৷

নেইমারের দেশের ফুটবলাররা যে শুধু ইউরোপ, এশিয়া বা অন্যান্য মহাদেশের দেশগুলোতে যাচ্ছেন তা-ই নয়, অনেকে আবার অন্য দেশের ক্লাব ছেড়ে দেশেও ফিরছেন৷ গত বছর ব্রাজিলে ফিরেছেন ৬৭২ জন৷ ফিফা প্রতিবেদন বলছে, ফেরার কারণ বিদেশের ক্লাবে ব্রাজিলিয়ানদের ব্যর্থতা নয়, বরং ব্রাজিলিয়ান লিগে সাম্প্রতিক সময়ে টাকার ছড়াছড়ি বেড়ে যাওয়া৷

টটেনহ্যাম থেকে ওয়েলসের গ্যারেথ বেল-এর রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেয়াল মাদ্রিদে পাড়ি জমানোর বিষয়টিরও উল্লেখ করা হয়েছে ফিফার প্রতিবেদনে৷ সব মিলিয়ে গেল বছর ট্র্যান্সফার মার্কেট বড় বেশি ব্যস্ত ছিল৷ খেলোয়াড় কেনাবেচায় বিনিময় হয়েছে মোট ৩৭০ কোটি ডলার, যা কিনা ২০১২ সালের চেয়ে ৪১ ভাগ বেশি৷

এসিবি/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য