1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর যাচ্ছেন ধোনি

২৬ জুলাই ২০১৯

দীর্ঘ সময় সামনে থেকে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ দেশকে এনে দিয়েছের বিশ্বকাপ জয়ের স্বাদ৷ ক্রিকেট মাঠের এ সুপার স্টার এবার যাচ্ছেন কাশ্মীরে৷ সামরিক উর্দি পরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন সেখানে৷

https://p.dw.com/p/3MkyM
ছবি: Getty Images/J. McCawley

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেনা কর্মকর্তা হিসেবে কাশ্মীরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তিনি৷ সেখানে ভারতীয় বাহিনীর ১০৬ টিএ ব্যাটালিয়নের (প্যারা) সাথে যুক্ত হবেন তিনি৷

প্রসঙ্গত, ২০১১ সালে ভারতের সেনাবাহিনী ধোনিকে সম্মাননা হিসেবে লেফট্যানেন্ট কর্নেল পদবি প্রদান করেছিল৷ এ পদবির অংশ হিসেবে ধোনি কাশ্মীরে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে৷ দুই সপ্তাহের এ সময়টিতে ধোনি মূলত বিভিন্ন চৌকিতে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করবেন৷

বিশ্ব ক্রিকেটে যতটা সফল, সেনাসদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ততটাই সাফল্য দেখাবেন বলে আশা করছেন ধোনির ভক্তরা৷

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি ৩৮ বছর বয়স্ক সাবেক এই ভারতীয় অধিনায়ক৷ এ নিয়ে তাঁর সমালোচনাও কম হয়নি৷ কেউ কেউ অবশ্য তাঁকে অবসরে যাওয়ার পরামর্শও দিচ্ছেন৷

আরআর/জেডএইচ (এএফপি, টাইমস অব ইন্ডিয়া)

৫ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...