1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সাবেক’ হওয়ার পরে চ্যান্সেলর ম্যার্কেলকে প্রথম দেখা

১৪ ফেব্রুয়ারি ২০২২

দু মাসে একবারও দেখা দেননি আঙ্গেলা ম্যার্কেল৷ জার্মানির প্রেসিডেন্ট হিসেবে ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারকে আবার র্নিবাচিত করার আনুষ্ঠানিকতায় তাকে তাই হাত তালি দিয়ে স্বাগত জানান সবাই৷

https://p.dw.com/p/46zMR
ছবি: Britta Pedersen/dpa-Zentralbild/dpa/picture alliance

রোববার বার্লিনে জার্মানির সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ১৪৩৭ জন অতিথি৷  গত ডিসেম্বরে নতুন চ্যান্সেলর ওলাফ শলৎসকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার পর এই প্রথম ম্যার্কেলকে দেখা গেল সেখানে৷ তাকে দেখে তাই হাত তালি শুরু করেন সবাই৷ পার্লামেন্টের প্রেসিডেন্ট ব্যার্বেল বাস সাবেক চ্যান্সেলরের উদ্দেশ্যে বলেন, ‘‘প্রিয় মিসেস ডক্টর ম্যার্কেল, এই ফেডারেল কনভেনশনের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই৷’’ এ সময় দীর্ঘ ১৬ বছর চ্যান্সেলর হিসেবে জার্মানিকে সেবা দেয়ার জন্য ম্যার্কেলের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি৷

ডিসেম্বরে চ্যান্সেলরের দায়িত্ব ছাড়ার পর নিজের দল সিডিইউ-র ভার্চুয়েল পার্টিতে যোগ দেননি, তিনি যেখান থেকে নির্বাচিত হয়েছিলেন, সেই এলাকার স্থানীয় সরকারের সভায়ও থাকেননি ম্যার্কেল৷ চাকরির সুযোগও এসেছিল৷ কিন্তু জাতিসংঘের সেই চাকরির অফারও গ্রহণ করেননি ম্যার্কেল৷

রোববার ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবাচিত করার আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময়ই কাটিয়েছেন সংসদে ৩০ বছর কাটানো ম্যার্কেল৷ জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎস, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক, অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার, স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখসহ অনেকের সঙ্গেই কথা বলতে দেখা যায় তাকে৷

এসিবি/কেএম (ডিপিএ, এএফপি)