1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাফল্যের দশ বছরে ফাখহখশুলে নুর্টিংগেন

২৪ অক্টোবর ২০০৯

এ মাসেই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের এম বি এ বিভাগ পালন করল তাদের দশ বছর পূর্তি৷ বলা প্রয়োজন মাত্র ১৫ বছর আগে প্রথমবারের মত জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে এম বি এ বিষয়টি পড়ানোর উদ্যোগ নেয়া হয়৷

https://p.dw.com/p/KEZq

তবে সে সময় বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনাগ্রহ প্রকাশ করে কারণ - নতুন একটি বিষয়, সাফল্য কতটুকু আসবে, কে বা কারা শিক্ষক হবেন, আর তাছাড়া এম বি এ পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রথম পছন্দ এখনো অ্যামেরিকা৷

সে সময় খুব কম সংখ্যক বিশ্ববিদ্যালয় জানায় এম বি এ বিষয়টি নিয়ে তাদের আগ্রহ রয়েছে৷ যে সব বিশ্ববিদ্যালয় আগ্রহ দেখিয়েছিল তাদের মধ্যে ইউনিভার্সিটি অফ এ্যাপ্লাইড সায়েন্সেস নুর্টিংগেন একটি৷ দশ বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে ২০ টি ব্যাচ৷ বছরে দুটি করে৷

আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের এম বি এ বিভাগের প্রধান প্রফেসর ড. এর্সকিন ব্লুঙ্কের সঙ্গে৷ ২০০৪ সাল থেকে তিনি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তিনি নিজে এম বি এ করেছেন অ্যামেরিকায়৷ তাঁর কাছে জানতে চেয়েছি দশ বছরে বিশ্ববিদ্যালয়টির সাফল্য কতটুকু? তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের এম বি এ কে আমরা গোটা জার্মানিতে পরিচিত করতে সক্ষম হয়েছি৷ সাফল্যের সঙ্গে অন্তত ৩৫০ জন ছাত্র-ছাত্রী এখানে কোর্স সম্পন্ন করেছে৷ তারা সবাই এখন কর্মজীবী৷ অনেকেই কাজ করছে জার্মানির বাইরে৷ বিশেষ করে যে সব বিদেশী ছাত্র-ছাত্রী যারা নিজ দেশে ফিরে গেছে তারা সবাই বেশ ভাল প্রতিষ্ঠানে কর্মরত৷ বিশ্ববিদ্যালয়ের দশ বছর পূর্তি অনুষ্ঠানে এসেছে প্রায় ৫০ জন সাবেক ছাত্র-ছাত্রী৷ এই কোর্সটি দশ বছরে যথেষ্ঠ সুনাম কুড়িয়েছে, সাফল্য দেখিয়েছে৷ আমাদের এখানে বিদেশী ছাত্র-ছাত্রী থাকায় - অন্য দেশের সংস্কৃতি, অন্য আরেকটি দেশের সমাজের সঙ্গে মানিয়ে চলার প্রবণতাও ছাত্র-ছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যায়৷

Absolventen der Jacobs University Bremen (für Multiklick oder Meta-Banner Study in Germany)
জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিদেশী ছাত্রছাত্রী দেখা যায়ছবি: picture-alliance/ dpa

এই বিশ্ববিদ্যালয়টি জার্মান বৃত্তি প্রতিষ্ঠান ডি এ এ ডি - র সঙ্গে কাজ করছে৷ এখানে পড়াশোনা করছে বৃত্তিপ্রাপ্ত বেশ কিছু বিদেশী ছাত্র-ছাত্রী৷ প্রতি ব্যাচে অন্তত ৮ থেকে ১০ জন বিদেশী ছাত্র-ছাত্রী এখানে আসছে এম বি এ করতে৷ আমরা কথা বলেছি ২৯ বছরের ইকুয়েডরের ছাত্র পাবলো পালাসিও র সঙ্গে৷ সে ডি এএ ডি র বৃত্তি নিয়ে এখানে পড়াশোনা করছে৷ পাবলো বলল, আমি ইকুয়েডরে প্রকৌশল নিয়ে পড়াশোনা করেছি, কাজ করেছি৷ তারপর আমি জার্মানিতে পড়ার জন্য আবেদন করেছি৷ অন্য একটি শহরে আমাকে ৪ মাস জার্মান শিখতে হয়েছে৷ অবশ্য জার্মানিতে আসবো বলে আগে থেকেই গ্যোটে ইন্সটিটিউটে আমি জার্মান শিখছিলাম৷ তবে এখানে অর্ধেক ইংরেজীতে পড়ানো হয়৷ এই বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা করানো হয়না৷ আমরা বিভিন্ন ধরনের ইন্টারএ্যাকটিভ কাজ করি৷ খেলাধুলা, দল বেঁধে বেড়িয়ে আসা - সবকিছুই এম বি এ-এর পাঠ্যসূচিতে রয়েছে৷ আর বিদেশি ছাত্র-ছাত্রী থাকায় আমাদের সুবিধাও রয়েছে অনেক৷ পড়া শেষ করে আমি ইন্টার্নশিপের জন্য জেনেভায় যাচ্ছি৷ সেখানে আমি ৬ মাস থাকবো৷ সেই খরচও বহন করবে ডি এ এ ডি ৷

এরপর আসছে ২৭ বছরের ভিয়েতনামের ছাত্রী নুয়েনের সঙ্গে৷ নুয়েন ডি এ এ ডি- র বৃত্তি নিয়ে জার্মানিতে পড়াশোনা করছে৷ নুয়েন ইলেকট্রনিক্স নিয়ে হ্যানয়ে পড়াশোনা করেছে৷ জার্মানিতে পড়তে আসা প্রসঙ্গে সে বলল, ডি এএ ডি-র একটি অফিস আমাদের বিশ্ববিদ্যালয়ে রয়েছে৷ সেখান থেকে জার্মান বিশ্ববিদ্যালয়ের ওপর নানান রকম খোঁজ খবর পাওয়া যায়৷ গ্রাজুয়েশনের পর থেকেই আমি বিদেশে পড়াশোনার কথা ভাবছিলাম৷ এখানে যে সেমিস্টার ফি রয়েছে তা ডি এ এ ডি দেয়৷ আমাদের আলাদা করে দিতে হয় না৷ পড়া শেষ করে আমি দেশে ফিরে যেতে চাই৷ সেখানেই কিছু করতে চাই৷

ইউনিভার্সিটি অফ এ্যাপ্লাইড সায়েন্সেস নুর্টিংগেন এ পড়তে হলে যা যা প্রয়োজন:

নিজ দেশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, কাজের অভিজ্ঞতা- অন্তত ৬ মাসের, ইংরেজী ভাষায় দক্ষতা, জার্মান ভাষায় দক্ষতা এবং জি ম্যাট স্কোর৷ এম বি এ কোর্সটি ১৮ মাসের৷ সেমিস্টার শুরু হয় মার্চ এবং অক্টোবর মাসে৷ আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারী এবং ১৫ই জুলাই৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের ঠিকানা www.hfwu.de ৷ এম বি এ বিভাগের ওয়েব সাইটের ঠিকানা www.english.hfwu.de/im

বিশ্ববিদ্যালয়ের ঠিকানা

Nürtingen-Geislingen University

Admission Office

Postfach 1349

D- 72622 Nürtingen

Phone: 0049 (0) 7022 201-321

Fax: 0049 (0) 7022 201-303

Email: info@hfwu.de

প্রতিবেদক: মারিনা জোয়ারদার, সম্পাদনা: আবদুস সাত্তার