1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম অ্যালবাম

২ জুন ২০১২

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী এবং সুরস্রষ্টা সানী জুবায়ের৷ প্রায় দুই দশক ধরে সংগীতের জগতে তাঁর সফল বিচরণ৷ তবে এবার কবি কাজী নজরুল ইসলামের অমরসৃষ্টি নজরুল সংগীতের অ্যালবাম করলেন সানী জুবায়ের৷

https://p.dw.com/p/156tV
ছবি: Fotolia/marsaxlokk

সেই ছোট্ট বেলাতেই গানের হাতেখড়ি সানী জুবায়েরের৷ তবে ১৯৯৭ সাল থেকে পেশাগতভাবে গান করা শুরু করেন বলে ডিডাব্লিউ এর সাথে একান্ত সাক্ষাৎকারে জানান এই জনপ্রিয় শিল্পী৷ ইংরেজি ভাষা ও সাহিত্যে পড়াশোনা করলেও পরে তিনি সুইডেনের রয়্যাল কলেজ অফ মিউজিক থেকে পাশ্চাত্য ক্ল্যাসিক্যাল সুরের ধারা নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন৷ এখন তিনি গানের পাশাপাশি পাশ্চাত্য ক্ল্যাসিক্যাল সুর নিয়েও কাজ করছেন৷

Interview of Swani Zubayeer for Online - MP3-Mono

নির্জন স্বাক্ষর, আপনা খেয়াল, যুগলসন্ধি, অদ্ভূত আঁধার এক'সহ বেশ কিছু একক ও মিশ্র অ্যালবাম বের করেছেন সানী জুবায়ের৷ তবে এবার প্রথমবারের মতো নজরুল সংগীতের অ্যালবাম করলেন তিনি৷ এটি বেঙ্গল ফাউন্ডেশন থেকে চলতি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে৷

নজরুল সংগীতের অ্যালবাম করা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আসলে নজরুল সংগীতের অ্যালবাম আরো আগেই আমার করার কথা ছিল৷ কিন্তু আমার কাছে মনে হয়েছে, নজরুলের যে কাব্য ও তাঁর সুরের যে গতি-প্রকৃতি, সেটা আমি যখন সঠিকভাবে উপলব্ধি বা অনুধাবন করতে পারি, তখনই আমার অ্যালবাম করা উচিত হবে৷ তো এখন আমার মনে হয়েছে, নজরুলের গান নিয়ে অ্যালবাম করার জন্য এটিই হয়তো ঠিক সময়৷ তাই ‘কেন মেঘেরও ছায়া' শিরোনাম অ্যালবামটি করলাম৷ তবুও এই অ্যালবামের যথার্থতা ও গ্রহণযোগ্যতা সবকিছু বিবেচনার দায়িত্ব শ্রোতাদের৷ আর নজরুলের পরিবারের সাথে আমার পরিবারের খুব অন্তরঙ্গতা ছিল৷ আমার নানা কবি মইনুদ্দীন এবং নজরুল খুব ঘনিষ্ঠ ছিলেন৷ তাঁরা উভয়ই যখন যুবক ছিলেন তখন থেকেই তাঁরা ঘনিষ্ঠ৷ নজরুলের বিয়ের সাক্ষী ছিলেন আমার নানা৷ তিনি বুলবুলের লাশ নামিয়েছিলেন৷ কাজী সব্যসাচী আমাদের বাসার এসেছেন৷ আমার মা গান করতেন৷ আমাদের বাসায় জলসা বসতো৷ ফলে অনেকদিন থেকেই আমার মাও নজরুলের গান নিয়ে অ্যালবাম করার ব্যাপারে একরকম জোরজবরদস্তি করছিলেন৷ ফলে আমি জানতাম যে, নজরুলের গান নিয়ে আমাকে অ্যালবাম করতেই হবে৷ সেটি এখন করা সম্ভব হলো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য