1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাড়ে ৪২ হাজার কোটি টাকা হারাতে পারে এয়ারবাস

২২ ডিসেম্বর ২০২০

মালয়েশিয়ার কম বাজেটের এয়ারলাইন্স ‘এয়ারএশিয়া এক্স' তাদের ঋণ পুনর্গঠনের প্রস্তাব করেছে৷ সেটা পাস হলে ইউরোপের বিমান নির্মাতা এয়ারবাসের প্রায় সাড়ে ৪২ হাজার কোটি টাকা (৫ বিলিয়ন ডলার) লোকসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/3n2cI
এয়ারএশিয়ার ঋণ পুনর্গঠন প্রস্তাব পাস হলে এয়ারবাসের বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার জোর সম্ভাবনা আছে৷
এয়ারএশিয়ার ঋণ পুনর্গঠন প্রস্তাব পাস হলে এয়ারবাসের বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার জোর সম্ভাবনা আছে৷ছবি: imago/R. Wölk

২০১৯ সালের জুন মাস থেকে নিয়মিত লোকসানে আছে এয়ারএশিয়া৷ বর্তমানে তাদের ঋণের পরিমাণ এক লাখ ৩৪ হাজার কোটি টাকা (১৫.৮ বিলিয়ন ডলার)৷ এই ঋণ পুনর্গঠন করে মূল পরিমাণ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ৪০৭ কোটি টাকা (৪৮ মিলিয়ন ডলার) করার প্রস্তাব দিয়েছে তারা৷

এই প্রস্তাব পাস করতে একটি বৈঠক ডাকতে আদালতের অনুমোদন চেয়েছে এয়ারএশিয়া৷

গত অক্টোবরে এই প্রস্তাব করার পর এর সমালোচনা করেছিল এয়ারএশিয়ার সবচেয়ে বড় ইজারাদাতা বিওসি এভিয়েশন লিমিটেড (বিওসিএ)৷ তাদের অভিযোগ, প্রস্তাবে ভবিষ্যতের ঋণকেও ধরা হয়েছে৷

ভবিষ্যতের ঋণের মধ্যে এয়ারবাসের কাছ থেকে ১১৮টি বিমান কিনতে এয়ারএশিয়ার অঙ্গীকার বা চুক্তি রয়েছে৷ এয়ারএশিয়ার ১৫.৮ বিলিয়ন ডলার ঋণের প্রায় ৭৫ শতাংশ (১২ বিলিয়ন ডলার) এয়ারবাসের৷

ফলে এয়ারএশিয়ার ঋণ পুনর্গঠন প্রস্তাব পাস হলে এয়ারবাসের বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার জোর সম্ভাবনা আছে বলে কুয়ালালামপুর হাইকোর্টে দাখিল করা এফিডেভিটে জানিয়েছে এয়ারবাস

এয়ারবাসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান আনন্দ এমানুয়েল স্ট্যানলি বলছেন, এয়ারএশিয়ার অর্ডার করা বিমানের মধ্যে সাতটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বা তৈরির প্রায় শেষ পর্যায়ে আছে৷ এখন অর্ডার বাতিল হলে এয়ারবাসের অনেক লোকসান হবে৷

জেডএইচ/কেএম (রয়টার্স)