1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরের ১.৮ কি.মি. নীচে সোনার সন্ধান!

৩ সেপ্টেম্বর ২০১৩

জার্মান বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি সাগরের ১,৮৫০ মিটার গভীরে উত্তপ্ত স্থান খুঁজে পেয়েছেন যেখানকার তাপমাত্রা ৩৭৮ ডিগ্রি সেলসিয়াস৷ সেখানে সোনার অস্তিত্ব রয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের৷

https://p.dw.com/p/19ajq
ছবি: AP

অস্ট্রেলিয়ার ১,৭৫০ কিলোমিটার পূর্বের দেশ ভানুয়াতুর কাছে প্রশান্ত মহাসাগরের নীচে এই স্থানের সন্ধান পান জার্মানির ‘ইনস্টিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস' বা বিজিআর সহ আরও দুটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷

তাঁরা একটি রোবোটের সহায়তায় সাগরতলের ‘ব্ল্যাক স্মোকার'-এর তাপমাত্রা ৩৭৮ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেন৷ এর আগে আটলান্টিক মহাসাগরের নীচে একটি স্থানের তাপমাত্রা সর্বোচ্চ ৪০৩ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছিল৷

ব্ল্যাক স্মোকার হচ্ছে সাগরতলের একটি ছিদ্র যেখান থেকে বিভিন্ন খনিজ সমৃদ্ধ উচ্চমাত্রার পানি নির্গত হয়৷ এসব খনিজ মিলে সেখানে তিন-চার মিটার উচ্চতার একটি ‘চিমনি' তৈরি হয়৷

জার্মান বিজ্ঞানীরা সেই ব্ল্যাক স্মোকারের পানির তাপমাত্রা পরিমাপ করা ছাড়াও সেই পানিতে কপার-জিংকের আকরিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন, যেখানে সোনা থাকতে পারে বলে তাদের ধারণা৷

বিজিআর-এর বিজ্ঞানী উলরিশ সোয়ার্ৎস-শামপেরা বলছেন, যে স্থানের কথা বলা হচ্ছে সেখানকার মালিক ভানুয়াতু সরকার এবং তারা ইতিমধ্যে সোনার সন্ধানের জন্য কন্ট্রাক্টর নিয়োগ দিয়েছে৷

বিজিআর-এর শুধু গবেষণা করার অনুমতি আছে বলেও জানান তিনি৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য