1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকিব আল হাসানকে করোনার ‘উপহার’

৯ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের কারণে প্রায় সারা বিশ্ব যখন লকডাউনে, তখন বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং খবরে ফিরছেন সাকিব৷ করোনা যেন নিষেধাজ্ঞা থেকে পরোক্ষ মুক্তি দিয়েছে তাকে৷

https://p.dw.com/p/3ah1w
ছবি: bdnews24.com

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে ক্রিকেটে ফেরার কথা সাকিব আল হাসানের৷ ধরে নেয়া হয়েছিল, এই সময়ে খুব মিস করতে হবে তাকে, তার অনুপস্থিতিতে খুব ভুগতে হবে বাংলাদেশ ক্রিকেটকে৷ সত্যিই ভুগেছে৷ বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সাকিব থাকলে এমন ভরাডুবি হতো কিনা এই প্রশ্ন তো বারবার উঁকি দিয়েছেই৷ ভাগ্যিস করোনার কারণে সফরের শেষ পর্বটা আর হয়নি, হলে সাকিবহীনতায় বাংলাদেশের ক্রিকেটের অপুষ্টি, অপরিপক্কতা নির্ঘাত আরো খুল্লামখুল্লা হতো৷

আপাতত অক্টোবরের আগে আর কোনো সিরিজ খেলার সুযোগ নেই৷ অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হবে কিনা তা বলা এখন সম্ভব নয়৷ তবে ছয় মাসের মধ্যে করোনা সংকটের সব চিহ্ন মুছে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এমনটি নিশ্চিত করে বলাও অসম্ভব৷

তবে এটা নিশ্চিত যে করোনার কারণে মাঠে সাকিবকে অনেকটা কম সময় মিস করবে বাংলাদেশ দল, ফিটনেস আর ফর্ম ধরে রাখলে বাংলাদেশ দলকেও হয়তো অনেক কম মিস করবেন সকিব৷ 

নিষিদ্ধ হওয়ার পর থেকে ভক্তদের খুব মিস করছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে ওঠা অলরাউন্ডার৷ করোনা এসে সেই আফসোসও ঘুচিয়েছে৷ এখন প্রায় নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়ে দুস্থদের পাশে দাঁড়ানোর খবর জানাচ্ছেন নিষিদ্ধ হওয়ার আগে বিশ্বকাপ মাতানো ক্রিকেটার৷ নিজের ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থদের জন্য তহবিল সংগ্রহ করছেন, করোনা শনাক্তকরণ কিট পাঠাচ্ছেন হাসপাতালে৷ সংকট না এলে মানুষের পাশে দাঁড়ানোর, নিষেধাজ্ঞার আড়ালে থেকেও মানুষের এত কাছে আসার সুযোগ কি সাকিব পেতেন?

করোনা কালেই আরেক সুখবর- আবার বাবা হয়েছেন সাকিব৷ যুক্তরাষ্ট্র থেকে এ খবরও নিজেই জানিয়েছেন ফেসবুকে৷ করোনা সংকটের আঁধারে যেন খুশির আলোও পাচ্ছেন সাকিব৷