1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকা চৌধুরীর ইস্যু নিয়ে জাতিসংঘে যাবে বিএনপি

২১ ডিসেম্বর ২০১০

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর উপর পুলিশ হেফাজতে নির্যাতন অব্যাহত আছে, এমন দাবি করে বিরোধী দলীয় চিফ হুইপ বিষয়টি জাতিসংঘকে জানানোর কথা বলেছেন৷

https://p.dw.com/p/znsy
Salahuddin Quader Chowdhury
সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

পুলিশের গোয়েন্দা বিভাগ নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় হরতালের সময় নাশকতায় জড়িত রাজনৈতিক নেতাদের নাম প্রকাশ করেছেন সাকা চৌধুরী৷

সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় মঙ্গলবার সমবেদনা জানাতে যান বিএনপির সংসদীয় প্রতিনিধি দল৷ নেতৃত্ব দেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক এমপি৷ সংসদীয় দল পরিবারের সদস্যদের সঙ্গে সাকা চৌধুরীর গ্রেফতার ও তার মামলা নিয়ে কথা বলেন৷ পরে জয়নাল আবদীন ফারুক সাংবাদিকদের বলেন, ‘‘সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির জন্য রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তৎপরতা চালান হবে৷ তাকে নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পাশাপাশি জাতিসংঘকেও জানান হবে৷''

সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী জানান, তার বিচারে তাদের কোন আপত্তি নেই৷ কিন্তু গ্রেফতার করে নির্যাতন কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷

অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, গত ২৬শে জুন হরতালের সময় মগবাজারে গাড়িতে আগুন দিয়ে ফারুক হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিনি জানান, ওই নাশকতার ঘটনায় জড়িত কয়েকজন রাজনৈতিক নেতার নাম বলেছেন, সাকা চৌধুরী৷ তিনি হরতালের সময় নাশকতায় অর্থ এবং অস্ত্রের যোগান দাতাদের নামও জানিয়েছেন৷ তার দেয়া তথ্য যাচাই বাছাই করছেন গোয়েন্দারা৷

উপ-কমিশনার দাবি করেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে কোন নির্যাতন করা হয়নি৷ মঙ্গলবার পর্যন্ত তার পাঁচ দিনের রিমান্ড রয়েছে৷ বুধবার তাকে আদালতে হাজির করে আবারো রিমান্ডের আবেদন জানান হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক