1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাউথ আফ্রিকার লটারিতে চোখ চড়কগাছ!

৩ ডিসেম্বর ২০২০

সাউথ আফ্রিকার জাতীয় লটারি পাওয়ার বল এর ড্র-তে পরপর ৫, ৬,৭,৮,৯,১০ সংখ্যা অনুমান করে ২০ জন জ্যাকপট জিতেছেন!

https://p.dw.com/p/3mAai
লটারি
ছবি: picture alliance/dpa/Ulrich Baumgarten

স্বাভাবিকভাবে উঠেছে প্রতারণার অভিযোগও৷ লটারি পরিচালনাকারীরা বলছেন, বিষয়টি আজব হলেও তা ঘটেছে আর কোনো প্রতারণা হয়নি৷

মঙ্গলবার রাতে সরাসরি টিভিতে দেখা যায় একে একে উঠছে ৫,৬,৭,৮,৯, এবং ১০৷ আর এই ক্রম ঠিক আন্দাজ করেছেন ২০ জন! এই অবিশ্বাস্য ফল নিয়ে প্রতারণার অভিযোগ আনা হলে লটারি পরিচালনাকারীরা তা অস্বীকার করে এটাকে নজিরবিহীন ড্র বলেছেন৷

সংখ্যার এই ক্রম সঠিক অনুমান করে বিজয়ী ২০ জনের প্রত্যেকে তিন কোটি টাকার বেশি (৫৭ লাখ রেন্ড) জিতে নেন এবং অন্য ৭৯ জনের প্রত্যেকে ৩৫ হাজার টাকার বেশি জিতেছেন৷

মঙ্গলবার রাতে পাওয়ার বল ড্র-র এক টুইটে বিজয়ী ২০জনকে অভিনন্দন জানানো হয়৷  লটারির এই অবিশ্বাস্য ফলাফলে মানুষের মনে ব্যাপক সন্দেহের ঝড় ওঠে৷ টুইটার ব্যবহারকারীরা নানা অভিযোগ করেন৷ লটারি পরিচালনাকারীদের প্রতারক বলে মন্তব্য করেছেন একজন৷ আরেকজনের মন্তব্য, ২০ জন আলোচনা করেই জ্যাকপট সমানভাবে ভাগ করেছেন৷ অন্য একজন কাকতালীয় ঘটনা বলে উল্লেখ করেন টুইটারে৷

মিশায়েল বুক্সবাউম/এনএস

গতবছরের ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...