1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাউথ আফ্রিকাকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

২৩ মার্চ ২০২২

রাসেল ডমিঙ্গো যে স্বপ্নের কথা বলেছিলেন, সাউথ আফ্রিকায় সত্যিই সেই স্বপ্ন পূরণ হলো, সেখানে প্রথম ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ৷

https://p.dw.com/p/48wtt
Cricket Südafrika vs Bagladesch | Fahne
ছবি: Christiaan Kotze/Getty Images/AFP

কোচ ডমিঙ্গো বলেছিলেন, ‘‘আমরা এমন কিছু করতে চাই, যা আগে বাংলাদেশ দল এখানে করতে পারেনি৷'' বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ ৯ উইকেটে জিতে প্রথমবারের মতো ২-১-এর সিরিজও জিতে নিয়েছে তামিম ইকবালের দল

নতুন বলে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের আলগা বোলিংয়ে শুরু, সেই সুযোগে যা একটু দাপট দেখায় সাউথ আফ্রিকা৷ বাকিটা শুধুই বাংলাদেশের৷ শুরুর বিবর্ণতা কাটিয়ে তারা ঘুরে দাঁড়ালো দোর্দণ্ড প্রতাপে৷ সামনে থেকে দলকে পথ দেখালেন তাসকিন আহমেদ৷ পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা রাখলেন নাগালে৷ দায়িত্বশীল ব্যাটিংয়ে বাকিটা সারলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা, ১৫৫ রানের লক্ষ্য ২৩ দশমিক ৫ ওভার হাতে রেখেই ছাড়িয়ে গেল টাইগাররা৷ 

 

১২৭ রানের উদ্বোধনী জুটিতে ভিত গড়ে দেন তামিম ইকবাল ও লিটন দাস৷ লিটন ফিরলেও সাকিব আল হাসানকে সঙ্গী করে দলের জয়ে নিয়ে ফেরেন তামিম ম্যাচের ১৪১ বল বাকি থাকতেই৷

Cricket Südafrika vs Bagladesch | Taskin Ahmed
সামনে থেকে দলকে পথ দেখান তাসকিন আহমেদছবি: Christiaan Kotze/Getty Images/AFP

৮২ বলে ১৪ চারে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক৷ ২০ বলে ১৮ রান করেন সাকিব৷ কাগিসো রাবাদাকে সাকিবের দারুণ চারেই নিশ্চিত হয় জয়৷ 

উপমহাদেশের দলগুলোর জন্য সফর যেখানে বরাবরই কঠিন, যেখানে আগের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এসেছিল শক্তিশালী ভারত, সেই সাউথ আফ্রিকায় বাংলাদেশ মাতলো সিরিজ জয়ের উৎসবে৷

দেশের বাইরে এতদিন বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল কেবল জিম্বাবোয়ে, কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজে৷সেই তালিকায় যুক্ত হলো এবার সাউথ আফ্রিকার নাম৷

সংক্ষিপ্ত স্কোর:

সাউথ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা ২, ফন ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮, রাবাদা ৪, এনগিডি ০, শামসি ৩*; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)

বাংলাদেশ: ২৬.১ ওভারে ১৫৬/১ (তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*, রাবাদা ৫.৩-০-৩৭-০, এনগিডি ৫-০-২৪-০, মহারাজ ৭-০-৩৬-১, শামসি ৭-০-৪১-০, প্রিটোরিয়াস ২-০-১৮-০)

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য