1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংসদের সঙ্গে বিতর্কে বিমানের যাত্রীরা

২৩ ডিসেম্বর ২০১৯

তাঁর জন্য বিমান ছাড়তে দেরি হয়েছে, এই অভিযোগে ভোপালের সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুরের সঙ্গে বিতর্কে জড়ালেন সাধারণ যাত্রীরা। তর্কের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

https://p.dw.com/p/3VGDC
ছবি: AFP/Getty Images/R. Beck

ফের বিতর্কে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। তাঁর সঙ্গে বিমান যাত্রীদের কথা কাটাকাটির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তাঁকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুর এখন ভোপাল থেকে বিজেপির সাংসদ। লোকসভা নির্বাচনে তাঁকে দাঁড় করানো নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মোদী-শাহকে। তবু তাঁর উপরেই ভরসা রাখে বিজেপি। ভোটের টিকিট দেওয়া হয়। সেই প্রজ্ঞাই ভোট জেতার পরে বলে বসেন মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসেই আসল হিরো। যা নিয়ে বিতর্ক এতটাই হয়েছিল যে প্রজ্ঞাকে তিরস্কার করতে বাধ্য হয়েছিলেন বিজেপি নেতৃত্ব।

দিল্লি থেকে ভোপাল যাওয়ার বিমানে সেই প্রজ্ঞাই আবার বিতর্কতৈরি করলেন। সোমবার হুইল চেয়ারে করে বিমানবন্দরে পৌঁছন তিনি। বিমানে ওঠার পরে বসে পড়েন আপৎকালীন দরজার পাশে। সাধারণত ওই দরজার পাশে অসুস্থ ব্যক্তিদের বসতে দেওয়া হয় না। বিমানে কোনও গোলযোগ হলে ওই দরজা দিয়েই যাত্রীদের বিমানের বাইরে বার করা হয়। প্রজ্ঞা ঠাকুর সেই আসনে বসার পরে বিমানকর্মীরা আপত্তি করেন। তাঁরা তাঁকে অন্য আসনে বসার অনুরোধ করেন। কিন্তু প্রজ্ঞা রাজি হন না। উল্টে বিমান কর্মীদের বিরুদ্ধে চেঁচামেচি জুড়ে দেন। যার ফলে বেশ খানিক বিলম্ব হয় যাত্রার। আর তাতেই রেগে যান বিমানের অন্য যাত্রীরা। সাংসদের সঙ্গে তীব্র তর্ক লেগে যায় বাকি যাত্রীদের।

ভোপাল বিমানবন্দরে নেমে প্রজ্ঞা বিমানবন্দর কর্তৃপক্ষকে একটি অভিযোগপত্র জমা দেন। তাতে তিনি লিখেছেন, বিমানকর্মীরা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এবং তাঁকে রুল বুক দেখাতে পারেননি। যে বিমান সংস্থার ফ্লাইটে তিনি ছিলেন, তারা জানিয়েছে, প্রজ্ঞার অভিযোগ তারা পেয়েছে। কিন্তু তাদের তরফে কোনও অন্যায় করা হয়নি। নিয়ম মেনেই সাংসদকে অন্য আসনে বসতে বলা হয়েছিল।

সোশ্যাল মিডিয়াও সরব হয়েছে সাংসদের বিরুদ্ধে। যে ভদ্রলোক প্রজ্ঞার সঙ্গে সব চেয়ে বেশি তর্ক করেছেন, তাঁকে পুরস্কৃত করার দাবিও তুলেছেন অনেকে।

এসজি/জিএইচ (ইন্ডিয়া টুডে, এনডিটিভি)