1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকদের অনেক দায়িত্ব আছে: ম্যার্কেল

৮ জুলাই ২০২০

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, করোনার সময়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের অনেক দায়িত্ব আছে৷ মঙ্গলবার বার্লিনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি৷

https://p.dw.com/p/3ex8P
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, করোনার সময়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm

আগামী ছয় মাসের জন্য ইইউ কাউন্সিলের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে জার্মানি৷ এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের গণমাধ্যম নীতি বিষয়ে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

ম্যার্কেল বলেন, করোনা ইউরোপ ও গণমাধ্যমের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে৷ ইইউর মূল্যবোধ, বৈচিত্র্যতা ও স্বাধীনতা এই সংকট কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আশা করেন তিনি৷ গণমাধ্যমের স্বাধীনতা ও বহুত্ব ধরে রাখার একটি উপায় ইউরোপ বের করতে পারবে বলেও আশা করেন জার্মান চ্যান্সেলর৷

মূল্যবোধ ও স্বচ্ছতা বিষয়ক ইইউর ভাইস প্রেসিডেন্ট ভেরা জুরোভা, জার্মানির গণমাধ্যমমন্ত্রী মনিকা গ্রুট্য়ার্স ও ডয়চে ভেলের মহাপরিচালক পেটার লিমবুর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ 

মনিকা গ্রুট্য়ার্স বলেন, কীভাবে আরও সহজভাবে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যেতে পারে, তা নিয়ে ইইউ দেশগুলোর মধ্যে আলোচনা চায় জার্মানি৷

তিনি বলেন, কিছু রিপোর্ট কেন অন্য রিপোর্টের চেয়ে দ্রুত ও বড় পরিসরে ছড়িয়ে পড়ছে এবং কারা এর পেছনে অর্থ খরচ করছে, তা নেতাদের খতিয়ে দেখতে হবে৷

সামাজিক মাধ্যমগুলোর কাছ থেকে আরও স্বচ্ছতা দাবি করেন জার্মান মন্ত্রী৷

তিনি বলেন, ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ও বাকস্ৱাধীনতা রক্ষায় কাজ করে যেতে হবে৷

জেডএইচ/কেএম (ইপিডি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান