1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহজ ডিজাইন পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি

৪ জুন ২০২০

প্রথাবিরুদ্ধ ডিজাইন সবার মনেই বিস্ময় জাগায়৷ ইসরায়েলি বংশোদ্ভূত এক দম্পতি ব্রিটেনে রং ও উপাদান নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করে বিপুল সাফল্য পাচ্ছেন৷ পুরস্কার ও সম্মানের কদর করেও নিজস্ব আনন্দই তাঁদের প্রেরণা জোগাচ্ছে৷

https://p.dw.com/p/3dEhq
ফাইল ছবিছবি: imago/Arcaid Images/R. Powers

লন্ডনের ‘র এজেস' নামের আড়ালে দুই ডিজাইনারের সৃষ্টিকর্ম রংয়ের বাহার ও বিস্ময়ে ভরপুর৷ নানা উপাদান ও বৈশিষ্ট্যের মধ্যে খেলাচ্ছলে মেলবন্ধন ঘটিয়ে ইয়ায়েল মেয়ার ও শাই আলকালাই ‘বছরের সেরা ডিজাইনার’ খেতাব পেয়েছেন৷ শাই বলেন, ‘‘আমরা আমাদের আইডিয়ার মাধ্যমে মানুষকে প্রেরণা দিতে চাই৷ শুধু বাজারের কথা ভাবলে প্রেরণা পাওয়া যায় না৷ কাজটা সুন্দর হতে হবে৷ গ্রাহকের সঙ্গে সুন্দর সহযোগিতা হবে, এমনটাই আমরা চাই৷ সেই সঙ্গে একটা পুরস্কার পেলে তো কথাই নেই৷ গোটা বিষয়টা বেশ রোমাঞ্চকর, তাই না?’’

দুই ডিজাইনারেই জন্ম ইসরায়েলে৷ উচ্চশিক্ষার সময় দুজনের আলাপ হয়৷ দম্পতি হিসেবে ২০০৯ সালে তাঁরা ‘র এজেস' স্টুডিও প্রতিষ্ঠা করেন৷ তাঁদের তৈরি সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে এক ফোল্ডিং চেয়ার, লুই ভুইতঁ ব্র্যান্ডের জন্য ফোল্ডিং ল্যাম্প, ভিট্রা-র জন্য সাজানোর সামগ্রী এবং এসট্যাবলিশড অ্যান্ড সান্স-এর জন্য ড্রয়ার ক্যাবিনেট৷ ইয়ায়েল মেয়ার বলেন, ‘‘অবশ্যই ত্রিমাত্রিক বস্তুর প্রতি আমার বিশাল আগ্রহ রয়েছে৷ ত্রিমাত্রিক কোনোকিছু মুড়ে দ্বিমাত্রিক করে তুলতেও ভালবাসি৷ আমরা দুজনেই রং নিয়ে আগ্রহী৷ আসলে সীমাগুলি সব অস্পষ্ট৷ এ যেন এক সংলাপ৷ কারো মাথায় আইডিয়া এলে অন্য দিক থেকে সাড়া পাওয়া যায়৷’’

চেয়ার টেবিলের অভিনব ডিজাইন

তাঁদের কাজের এক বিশেষ ধরন রয়েছে৷ ফ্যাশন শিল্পের মতো তাঁরাও নক্সার প্যাটার্ন তৈরি করেন৷ এই দুই ডিজাইনার আসলে গ্রাহকের শরীরের মাপ অনুযায়ী পাকাপোক্ত আসবাব তৈরি করতে ভালবাসেন৷ সেই ভাবনা থেকেই কাপেলিনি ব্র্যান্ডের জন্য তাঁরা ‘টেলরড উড বেঞ্চ' তৈরি করেছেন৷ এর বিশেষত্ব হলো, ওক গাছের কাঠের পাতলা তক্তার আবরণের নীচে ফোম ভরা রয়েছে৷ ইয়ায়েল মেয়ার বলেন, ‘‘অতীতে আমরা সমান মাপ রেখে এমনটা করতাম৷ অর্থাৎ বড় আকারের কাগজের উপর এঁকে সেটা মুড়ে মানুষের বসার যোগ্য টুল তৈরি করে ভেতরে ফোম ভরে দিতাম৷ সেই কাগজ এমনিতে মানুষের ওজন বহন করতে পারে না৷ কিন্তু ফোম ভরে দিলে সেটা সম্ভব৷’’

ইটালির মোরোসো ব্র্যান্ডের জন্য কেনি-চেয়ারের ডিজাইনও একই রকম সহজ৷ মাঝখান থেকে কাটা টুথপেস্টের টিউব দেখে তাঁরা সেই আইডিয়া পেয়েছিলেন৷

‘র এজেস' স্টুডিওর রং ও উপাদানও একইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ দুই ডিজাইনার মিলে নানা রকম কৌশল নিয়ে পরীক্ষানিরীক্ষা চালান৷ যেমন উড-বার্নিং কৌশলের আওতায় কাঠের তন্তুর উপর রং করা হয়৷ শাই আলকালাই রং-বেরংয়ের কাঠ নিয়ে কাজ করতে ভালবাসেন৷ আড়াআড়িভাবে সেটির তন্তু বার করা হয়৷ তথাকথিত ‘এন্ডগ্রেন’ দিয়ে জ্যামিতিক নক্সা তৈরি করা হয়৷ ২০১৫ সালে ইংল্যান্ডের চ্যাটসওয়ার্থ হাউস দূর্গে এই কৌশল ব্যবহার করা হয়েছিল৷ শাই আলকালাই বলেন, ‘‘এন্ডগ্রেন নক্সা পেতে আমরা বিশেষ এক প্রণালী সৃষ্টি করেছিলাম, যাকে আমরা স্টুডিওতে বার্গার আর সসেজ বলি৷ বার্গার কেন? আমরা আসলে ‘কুকড উড’-এর নানা স্তর নিয়ে কাজ করি৷ তারপর পাতলা তক্তার আবরণ মাঝখানে রেখে একসঙ্গে ল্যামিনেট করি৷ তারপর আঠা দিয়ে লাগাই৷ তারপর বিভিন্ন ঘনত্ব অনুযায়ী পাতলা করে কাটি৷ তারপর আবার আঠা দিয়ে লাগাই৷ দ্বিতীয় পর্যায়ের নাম রেখেছি সসেজ৷’’ 

‘স্ট্যাক’ নামের ড্রয়ার ক্যাবিনেট এবং ‘টেলরড উড বেঞ্চ’ এরই মধ্যে নিউ ইয়র্কের বিখ্যাত মিউজিয়াম অফ মডার্ন আর্টে স্থান পেয়েছে৷ আরও নতুন প্রকল্প নিয়ে কাজ হচ্ছে৷

ক্রিস্টিনে লেবের্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য