1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সশস্ত্র ডাকাতি ঠেকালেন ৮৫ বছরের বৃদ্ধ

১৯ সেপ্টেম্বর ২০১৮

সাহস দেখাতে যে বয়স কোনো ব্যাপার না, তা প্রমাণ হলো আরো একবার৷ হাতে অস্ত্র থাকলেই যে বুকে সাহস থাকে না, একাই তিন সশস্ত্র ডাকাতকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলেন আয়ারল্যান্ডের এক ৮৫ বছরের বৃদ্ধ৷

https://p.dw.com/p/357vo
Screenshot Youtube- Alter Mann kämpft gegen drei bewaffnete Räuber in Irland
ছবি: Youtube

গ্ল্যানমায়ার শহরের ওয়ান রেসিং নামের বারে বসে অন্যদিনের মতোই অলস সময় কাটাচ্ছিলেন ডেনিস ও'কনোর৷ এমন সময় কালো কাপড়ে মুখ ঢাকা তিন যুবক অস্ত্র হাতে ঢুকে পড়ে বারটিতে৷

যুবকদের দুজনের হাতে হাতুড়ি এবং আরেকজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র৷

বারে ঢুকেই তারা হামলে পড়ে ক্যাশ কাউন্টারে৷ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ক্যাশবাক্স৷ এসময় বারটিতে ও'কনোর ছাড়া আরো দুজন ক্রেতা ছিলেন৷ অস্ত্রের ভয়ে বাকি দুজন মেঝেতে শুয়ে পড়লেও ও'কনোর অস্ত্রধারীদের হুমকিতে মাথা নোয়াতে অস্বীকৃতি জানান৷

এক পর্যায়ে ক্যাশ কাউন্টারে ঢুকে এক অস্ত্রধারীকে জাপটে ধরেন ও'কনোর৷ হাতুড়ি দিয়ে তাঁকে আঘাত করতে উদ্যত হলেও ও'কনোর তাকে ছাড়েননি৷ এক পর্যায়ে টাকা নিতে না পেরে পালাতে বাধ্য হয় তিন ডাকাতই৷

‘বুড়ো দাদু'র অসাধারণ এই বীরত্বের ভিডিও ধারণ হয়েছে বারের সিসিটিভি ক্যামেরায়৷ অনলাইনে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি৷ ও'কনোরের প্রশংসায় পঞ্চমুখ সবাই৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য