1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার আলোচনার পথ বন্ধ করে দিয়েছে: মওদুদ

২১ জুন ২০১১

সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট মন্ত্রিসভা অনুমোদন করে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি৷

https://p.dw.com/p/11fpJ
BNP headquarters at Naya Paltan in Dhaka. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed this photo for Deutsche Welle. As he mentioned, ‘’these photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বিএনপি কার্যালয়ছবি: Mustafiz Mamun

তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিলু্প্তির প্রস্তাব অনুমোদন করে সরকার প্রমাণ করল, তারা নিজেরাই নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে চায়৷ এর বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি৷

মন্ত্রিসভা সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট অনুমোদন করেছে৷ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কমিটির ৫১টি প্রস্তাবই হুবহু অনুমোদন দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ৷ আর এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হতে যাচ্ছে৷ তবে সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম থাকছে৷

এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনায় প্রস্তুত ছিলেন৷ কিন্তু মন্ত্রিসভা সংবিধান সংশোধন কমিটির রিপোর্ট অনুমোদন করে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে৷

ব্যারিস্টার মওদুদ বলেন, সরকার প্রমাণ করল, আগামী নির্বাচন তারা তাদের অধীনে করে ক্ষমতা ধরে রাখতে চায়৷ বিএনপি এর বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন