1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পন্ন হলো ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি

৩১ আগস্ট ২০১০

ইরাকে মার্কিন কমব্যাট বাহিনীর অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি হলো মঙ্গলবার৷ এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাগদাদে হাজির হন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন৷ বৈঠক করেন ইরাকি নেতৃবৃন্দের সাথে৷

https://p.dw.com/p/P0vT
US, Army, Combat, Team, Iraq, ইরাক, যুদ্ধ, আনুষ্ঠানিক, সমাপ্তি
ফাইল ছবিছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুত সময়ের মধ্যেই শেষ হলো ইরাক থেকে মার্কিন কমব্যাট বাহিনীর প্রত্যাবর্তন৷ ৩১ আগস্ট ইরাক থেকে সকল কমব্যাট সৈন্য দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছিলেন ওবামা৷ সেই ঘোষণা অনুযায়ী বেশ কয়েক মাস ধরেই চলছে সৈন্যদের ঘরে ফেরার পালা৷ তবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটল৷ অবশ্য ইরাকের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা ইরাকে থাকবে৷ তবে তাদেরকেও দেশে ফিরিয়ে নেওয়া হবে ২০১১ সালের শেষ নাগাদ৷

মঙ্গলবার দিনটিকেই ধরে নেওয়া হচ্ছে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর দীর্ঘ যুদ্ধের সমাপ্তি দিবস হিসেবে৷ তাই এ উপলক্ষ্যে টেক্সাসের সেনা ঘাঁটিতে ইরাক থেকে ফিরে আসা সৈন্যদের সাথে সাক্ষাৎ করবেন ওবামা৷ এরপর ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি৷ এছাড়া ২০০৩ সালে মার্চ মাসে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নায়ক তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে টেলিফোন করারও কথা রয়েছে ওবামার৷

ওবামার ভাষণের প্রাক্কালে তাঁর প্রধান মুখপাত্র রবার্ট গিবস বলেন, ‘‘আমরা সেসব নারী-পুরুষদের ধন্যবাদ জানাতে পারি যারা প্রভূত আত্মত্যাগ স্বীকার করেছেন৷'' ওবামার ভাষণ সম্পর্কে গিবস বলেন, ‘‘আজ রাতে আপনারা যা শুনতে পাবেন বলে আমি মনে করি, তা হলো দেশের ভেতরের নিরাপত্তা আরো বাড়াতে কী করণীয় এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ৷'' এর আগে এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকের পরিস্থিতি সম্পর্কে বারাক ওবামা বলেন, ‘‘এখন সেখানে ক্রমান্বয়ে কম পরিমাণ সহিংসতা দেখা যাচ্ছে৷ ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুব বেশি উন্নতি না করলেও আমাদের প্রত্যাশার চেয়ে ভালো করছে৷''

এদিকে, এই ঐতিহাসিক মুহূর্তে বাগদাদে উড়ে গেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন৷ বৈঠক করলেন ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথে৷ মার্কিন সৈন্য প্রত্যাহারের পর নিজেদের নিরাপত্তা সম্পর্কে মালিকি বলেন, ‘‘ইরাক একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র৷ আমি নিশ্চিত করতে চাই যে, ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেদের দেশের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণে সক্ষম৷ যদিও দুঃখজনকভাবে এ নিয়ে সন্দেহের জাল ছড়ানো হচ্ছে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন