1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সমর নায়ক' হোসনি মুবারকের মৃত্যু

২৫ ফেব্রুয়ারি ২০২০

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন বলে মঙ্গলবার দেশটির সরকারি টেলিভিশনে জানানো হয়েছে৷ তাঁকে ‘সামরিক নেতা ও সমর নায়ক' হিসেবে উল্লেখ করেছে প্রেসিডেন্টের কার্যালয়৷

https://p.dw.com/p/3YOJ1
Hosni Mubarak Nachruf
ছবি: Reuters/A. Abdallah Dalsh

মুবারকের ছেলে আলা মুবারক টুইটারে জানিয়েছেন, জানুয়ারি মাসে তাঁর বাবার একটি অপারেশন হয়েছিল৷ এরপর থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন৷

৯১ বছর বয়সি হোসনি মুবারক ৩০ বছর মিশরের ক্ষমতায় ছিলেন৷ ২০১১ সালে গণবিক্ষোভের কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হন৷ ঐ বছরেরই এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়৷

১৮ দিন ধরে চলা বিক্ষোভের সময় মারা যাওয়া ২৩৯ জন বিক্ষোভকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১২ সালে মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল৷

এরপর একটি আপিল আদালত পুনরায় বিচারের নির্দেশ দেন৷ এতে মুবারকের বিরুদ্ধে থাকা মামলা খারিজ হয়ে যায়৷ ২০১৭ সালে তিনি মুক্তি পান৷

এছাড়া পরিবারের সম্পদ বাড়াতে সরকারি অর্থ ব্যবহারের দায়ে ২০১৫ সালে অভিযুক্ত হয়েছিলেন মুবারক ও তাঁর দুই ছেলে৷ তাঁদের তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷

অবশ্য মুবারক সবসময় নিজেকে নির্দোষ দাবি করেছেন৷ তিনি বলতেন, ইতিহাস তাঁকে নিঃস্বার্থভাবে দেশের সেবা করা একজন দেশপ্রেমিক হিসেবে মনে রাখবে৷

মুবারকের পদত্যাগের পর মিশরে প্রথমবারের মতো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ এতে জয়ী হয়েছিলেন মোহামেদ মুরসি৷ তবে তিনি মাত্র এক বছর ক্ষমতায় থাকতে পেরেছিলেন৷ ২০১৩ সালে আরেক গণবিক্ষোভের সময় তাঁকে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন প্রতিরক্ষা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি৷ তিনি এখন দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন৷

মুবারকের মৃত্যুর পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশ করা বিবৃতিতে মুবারককে ‘সামরিক নেতা ও সমর নায়ক' হিসেবে উল্লেখ করা হয়েছে৷ এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি শোকপ্রকাশ করা হয়৷

জেডএইচ/কেএম (রয়টার্স, ডিপিএ)