1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম-অধিকারের দাবি

১ ডিসেম্বর ২০১৩

ভারতের রাজধানী নতুন দিল্লিতে রবিবার সমানাধিকারের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছেন সমকামী সম্প্রদায়৷ সমকামী অধিকার গ্রুপ এবং সমকামীদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন৷

https://p.dw.com/p/1AQyE
Members of the homosexual, bisexual and transgender community hug each other during a celebration marking the first anniversary of an Indian court's ruling decriminalizing gay sex between consenting adults, in Mumbai, India, Friday, July 2, 2010. The Delhi High Court on July 2, 2009 struck down a law, Section 377 of the Indian Penal Code, that made sex between people of the same gender punishable by up to 10 years in prison. (ddp images/AP Photo/Rafiq Maqbool)
ছবি: AP

বর্ণিল পতাকা হাতে নিয়ে গান গেয়ে সমকামিতার বিরুদ্ধে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অঙ্গীকার জানিয়েছে ভারতের সমকামীরা৷ রবিবার রাজধানী নতুন দিল্লির যন্তরমন্তরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়৷ তবে এর আগে দেশের বহু সমকামী মানুষ এবং তাঁদের পক্ষের সংগঠন ও পরিবারের সদস্যরা প্রতিবাদী মিছিল করেন৷ সমকামিতার বিরুদ্ধে নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানান তাঁরা৷ সেই সাথে দাবি জানান সম-অধিকারেরও৷

একটি মানবাধিকার সংগঠন ৫০ ফুট লম্বা একটি ব্যানার নিয়ে উপস্থিত হয় সেই সমাবেশে৷ সমাবেশ দেখতে যেসব মানুষ উপস্থিত হয়েছিলেন, তাঁদের হাতে রঙিন পতাকা তুলে দেন বিক্ষোভকারীরা৷ অনেক আন্দোলনকারী আবার সমাবেশে যোগ দিয়ে একাত্মতা জানান সমকামী সম্প্রদায়ের প্রতি

একটি বিজ্ঞাপন সংস্থার সাবেক নির্বাহী অশোক চৌহান জানান, তিনি এই সম্প্রদায়ের প্রতি সমর্থন জানাতে তাঁদের সাথে ৮ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন৷

সরকারি নথিপত্র এবং জাতীয় পরিচয়-পত্রে নিজেদের লিঙ্গের অনুমোদন চেয়েছেন ভারতের সমকামীরা৷ ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট সমকামিতার উপর থেকে অপরাধযোগ্য কর্মকাণ্ড তকমাটা উঠিয়ে নেয়৷ এর আগ পর্যন্ত সমকামী প্রমাণ হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতো ভারতে৷

কিন্তু বর্তমানে ভারতের বড় শহরগুলোতে সমকামিতা গ্রহণযোগ্যতা পাচ্ছে৷ এমনকি বলিউডের অনেক চলচ্চিত্রে বিষয়টিকে গুরুত্বের সাথে উপস্থাপন করা হচ্ছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য