1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবুজ কর আদায় করতে হেঁসেলে ঢুকলেন সার্কোজি

১১ সেপ্টেম্বর ২০০৯

খুব যে নিরুপদ্রবে রাজ্যপাট সামলাচ্ছেন তা নয়, তার মধ্যে আবার নতুন ‘সবুজ কর’ চালু করে ফরাসিদের বেশ বিরাগভাজন হলেন প্রেসিডেন্ট সার্কোজি৷ তবে বিশ্ব উষ্ণতা কমাতে তাঁর এই উদ্যোগ অভিনব৷

https://p.dw.com/p/Jccm
এবার রান্না করতেও টাকা দিতে হবে, বললেন সার্কোজিছবি: AP

ঘরে উনুন জ্বালাতেও এবার ট্যাক্স বা কর দিতে হবে ফরাসি গিন্নীদের৷ সার্কোজি ফরাসি হেঁসেলেও তাগাদা করতে ঢুকে পড়লেন এবার৷ ফ্রান্সে নতুন ‘গ্রিন ট্যাক্স' বা ‘সবুজ কর' চালু হবে কয়েক মাসের মধ্যেই৷ সার্কোজি নতুনরকমের এই উদ্যোগ নিলেন অবশ্যি শুধুই পরিবেশ সংরক্ষণ করার লক্ষ্য নিয়ে৷ তাঁর আর কোনরকম উদ্দেশ্য নেই৷ বলছে প্রেসিডেন্টের দপ্তর৷

পরিবেশের উষ্ণতা কমাতে সার্কোজির নতুন সবুজ করদাতারা এবার ঘরে উনুন জ্বালার জন্য ট্যাক্সো দেবেন৷ প্রতি টন গ্রিনহাউজ গ্যাসপ্রতি সতেরো ইউরো৷ উনুন যত বেশিক্ষণ জ্বলবে, পরিবেশের উষ্ণতা ততই বাড়বে৷ বাড়বে ট্যাক্সের টাকাও৷ অতএব ভোজনবিলাসীদের একটার বেশি দুটো বা তিনটে পদ রান্না করার আগে পাঁচবার ভাবতে হবে৷ আর ফরাসিরা যে শৌখিন এবং ভোজনবিলাসী জাত তা আর কে না জানে ?

শুধু রান্নাঘরেই নয়, গাড়িতে বেশি জ্বালানি ব্যবহার করলেও কর দিতে হবে৷ সোজা কথা, ঘোরাঘুরি কমান৷ যখন তখন ‘ফরাসি ছুটি' নিয়ে বান্ধবীর সঙ্গে ‘লং ড্রাইভ' ? না৷ পকেটে পোষাবে না৷ গাড়ির জ্বালানি তো কিনতে হবেই, তার ওপর গাড়ি বেশি চলেছে বলে গ্রিনট্যাক্সও দিতে হবে অনেক বেশি৷

সুতরাং বেশ সসেমীরে অবস্থায় ফরাসিরা পড়তে চলেছেন অদূর ভবিষ্যতে৷ এ নিয়ে কাগজেপত্রে সার্কোজির কিছু মজার কার্টুনও দেখা যাচ্ছে৷ কিন্তু আদত উদ্দেশ্যটা যেহেতু মহত, অতএব সমর্থনও কিছু পাচ্ছেন প্রেসিডেন্ট৷ যদিও মহিলা মহলে তিনি নাকি বেশ অপ্রিয় হয়ে উঠেছেন এই রান্নার ওপর ট্যাক্সো চাপিয়ে৷ এমনটি বলছে একটি ফরাসি ট্যাবলয়েড৷ খোদ প্যারিসে সমীক্ষা চালিয়ে তাদের আবিষ্কার, পারির পরীদের অধিকাংশই রান্না করতে ভালোবাসেন৷ এবং তাঁরা এখন বেশ ক্ষুব্ধ৷ কারণ, রান্নায় এবার লাগাম পরাতে হবে৷

Leipziger zeigen sich enttaeuscht nach der Entscheidung des IOC zur Wahl der Kandidaten-Staedte in Leipzig am Dienstag, 18. Mai 2004.
রান্না করতেও কর ? খুশি নন ফরাসি মেয়েরাছবি: AP

বিরোধীদের বক্তব্য, এই মওকাটাকে কাজে লাগিয়ে সরকারের ঘরে আরও কিছু টাকা আমদানির সুযোগ পেয়ে গেল সার্কোজি সরকার৷ঝটিতি মন্দার ধাক্বায় কুপোকাত অর্থনীতিকে কিছুটা চাগিয়ে তুলবে ফ্রান্সের এই নতুন ‘সবুজ কর'৷ কারণ জনগণ ব্যাপারটা ভালো করে বুঝে উঠে জ্বালানী ব্যবহারে রাশ টানতে শেখার আগেই নাকি সরকারের ঘরে চলে আসবে বেশ কয়েক মিলিয়ন ইউরো৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: দেবারতি গুহ