1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সবার সম্পত্তি সম্পর্কে তথ্য থাকা উচিত, তদন্ত হওয়া উচিত'

২৬ মার্চ ২০২১

দেশে দুর্নীতি দমন প্রসঙ্গে ডয়চে ভেলে বাংলার ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' ইউটিউব টকশো-তে এমনটাই বললেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম৷

https://p.dw.com/p/3rFkR
Khaled Muhiuddin Asks 057 | Screenshot
ছবি: DW

ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-তে এবারের পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিএনপির সংসদ সদস্য মো. হারুনুর রশীদ৷ এবারের পর্বের বিষয় ‘তোমার জন্য হে স্বাধীনতা'৷

সঞ্চালক শুরুতেই প্রশ্ন রাখেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নাগরিকদের মধ্যে গৌরবের চেতনা কেন কম৷  শ ম রেজাউল করিম তুলে ধরেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের নানা অর্জনের দিকগুলো৷ সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গৌরবের যথেষ্ট জায়গা থাকলেও দেশের বর্তমান দুর্নীতি, নির্বাচন ব্যবস্থার বেহাল অবস্থাকেও মূল্যায়নে আনতে হবে৷

বাংলাদেশে দুর্নীতির বর্তমান অবস্থার বিষয়ে মো. হারুনুর রশীদ বলেন, ‘‘আজকের দিনে রূপপুর বা মেট্রো রেল প্রকল্প দেখুন, এই ধরনের মেগা প্রোজেক্টে কোনো জবাবদিহিতার জায়গা নেই৷ জবাবদিহিতা যদি আপনি এ ধরনের প্রকল্পে না আনতে পারেন, তাহলে রাষ্ট্রকাঠামোকে আপনি মজবুত করতে পারবেন না৷''

জবাবে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘‘দুর্নীতি হচ্ছে না সেকথা আমি বলবো না, কিন্তু দুর্নীতি হচ্ছে বলেই পি কে হালদারেরা আইনের আওতায় আসছেন৷ আওয়ামী লীগের নেতা হয়েও কেউ রক্ষা পাচ্ছেন না৷ অপরাধ করলে দায়মুক্তি অতীতে ছিল, এখন নেই৷ এখন অপরাধ করলে কিন্তু একটা পত্রিকার খবরের ভিত্তিতেও তদন্ত করা হয়৷ আওয়ামী লীগের এমপিদের কিন্তু আওয়ামী সরকারের আমলেই সাজা হয়েছে৷''

এ প্রসঙ্গে সঞ্চালক মনে করান যে দুর্নীতির প্রসঙ্গে শুধু চুনোপুঁটিদেরই নাগাল পাওয়া যাচ্ছে, তুলনায় ঘটনার ‘কিংপিন' কেউ হাতে আসছে না৷ এর জবাবে রেজাউল করিম বলেন, ‘‘আমি তো মনে করি যে, আমাদের সবার সম্পর্কে তথ্য থাকা উচিত, তদন্ত হওয়া উচিত৷ যেখানে শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে সততার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে আমরা, কোনো দলীয় নেতা-কর্মী, যদি কোনো অপরাধ করি তাহলে আমাদেরকেও বিচারের আওতায় আসতে হবে৷''

হারুনুর রশীদ তোলেন একটি দুর্নীতির মামলার কথা, যা তিনি নিজে দায়ের করেছিলেন, কিন্তু মামলাটির এখনো নিষ্পত্তি হয়নি৷

এছাড়াও আজকের পর্বে আলোচিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সাথে সংশ্লিষ্ট নানা বিতর্ক ও প্রতিবাদের প্রসঙ্গ৷  মোদীর আগমনে বিক্ষোভের প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘‘সব প্রতিবাদের একটা মানসম্মত হবার জায়গা থাকে৷ আজকে যে প্রতিবাদগুলি হচ্ছে সেখানে প্রতিবাদীদের হাতে অস্ত্র রয়েছে৷ একজন বিদেশি রাষ্ট্রপধান আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেছেন৷ এটা কি শিষ্টাচার?''

হারুনুর রশীদ বলেন, ‘‘এতদিন ধরে বিদেশি মেহমানরা আছেন, কিন্তু তখন কোনো প্রতিবাদ হয়নি৷ এর আগেও মোদী এখানে এসেছেন, কিন্তু তখন এমন হয়নি৷ কেন হয়নি সেটাও এই আলোচনায় মূল্যায়নে আনতে হবে৷''

এসএস/কেএম