1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেনর ক্যাটটনের বুকার জয়

১৭ অক্টোবর ২০১৩

এবার ম্যান বুকার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের লেখিকা ইলেনর ক্যাটটন৷ এ যাবতকালের সবচেয়ে কম বয়সি লেখক হিসেবে বুকার পাওয়ার রেকর্ডটিও তার৷ ফিকশনধর্মী উপন্যাস ‘দ্য লুমিনারিস'-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/1A0nj
Eleanor Catton, neuseeländische Autorin, steht vor dem Neuseeland Pavilion bei der Frankfurter Buchmesse Wo: Frankfurt (Main), Deutschland Wann: 11.10.2012 Foto: André Leslie (DW Mitarbeiter)
ছবি: DW

দ্য লুমিনারিস উপন্যাসটি শুরু হয়েছে ১৮শ শতকের মাঝামাঝির ঘটনা দিয়ে৷ ভাগ্য পরিবর্তনের আশায় নিউজিল্যান্ডের স্বর্ণখনিতে আসেন ওয়াল্টার মুডি৷ এরপর জড়িয়ে পড়েন রহস্যে৷

সম্মানজনক ও এই ব্রিটিশ সাহিত্য পুরস্কারের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাটটন৷ পরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পুরস্কার পেয়ে তিনি এজন্য সম্মানিত ও গর্ববোধ করছেন, কারণ এখানে কারো অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হয়নি৷

বিচারকদের সভাপতি রবার্ট ম্যাকফারলেন ৮৩২ পৃষ্ঠার এই বইয়ের কথা উল্লেখ করে বলেন, এত পৃষ্ঠার কোনো বই আজ পর্যন্ত বুকার জেতেনি৷ এটিকে অসাধারণ উপন্যাস হিসেবে উল্লেখ করেছেন তিনি৷ বলেছেন, উপন্যাসের কাঠামো এবং গল্প বলার ভঙ্গি চমৎকার৷ প্রতিটি বাক্যেই লেখকের পরিপক্কতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বলে জানিয়েছেন তিনি৷ বলেছেন, এই উপন্যাসের জ্ঞান ও গভীরতা যে কাউকে মুগ্ধ করবে৷

মঙ্গলবার রাতে লন্ডনের গিল্ডহলে মাত্র ২৮ বছর বয়সি ক্যাটটনের হাতে পুরস্কার তুলে দেন ডাচেস অফ কর্নওয়েল ক্যামিলা পার্কার৷ পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ হাজার পাউন্ড৷ ২৫ বছর বয়সে উপন্যাসটি লেখা শুরু করেন ক্যাটটন৷ ২৭ বছর বয়সে শেষ হয় লেখা৷

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জনকে ক্যাটটনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বিশ্বদরবারে নিউজিল্যান্ডকে আরো উঁচুতে তুলে ধরা হলো৷

নিউজিল্যান্ডের বই বিক্রেতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লিংকন গোল্ড এএফপিকে বলেছেন, পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পর লুমিনারিস উপন্যাসটির বিক্রি হু হু করে বেড়ে গেছে৷

এ বছর দেয়া হল ৪৫তম বুকার৷ এতদিন কমনওয়েল্থের সদস্য দেশ এবং সাবেক সদস্য জিম্বাবোয়ে এবং আয়াল্যান্ডের লেখকরাই এই পুরস্কারের জন্য মনোনীত হতেন৷ তবে আগামী বছর থেকে এই বিধিনিষেধ উঠে যাচ্ছে৷ তখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের লেখকরাও এই পুরস্কার পেতে পারবেন৷ তবে লেখাটি হতে হবে ইংরেজি ভাষায়৷

এবার বুকারের জন্য মনোনীত হয়েছিলেন ছয়জন লেখক৷ ক্যাটটন ছাড়া বাকিরা হলেন, ব্রিটিশ লেখক জিম ক্রেস, জিম্বাবোয়ের নোভায়োলেট বুলাওয়াও, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা ঝুম্পা লাহিড়ি, ক্যানাডীয়-মার্কিন ঔপৌন্যাসিক রুথ ওজেকি এবং আয়ারল্যান্ডের কোল্ম তইবিন৷

এর আগে সবচেয়ে কম বয়সি লেখক হিসেবে ১৯৯১ সালে পুরস্কার জিতেছিলেন বেন ওকরি৷ তখন তাঁর বয়স ছিল ৩২ বছর৷

এপিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য