1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সব নিখোঁজকে জীবিত ফিরিয়ে আনুন'

২০ মার্চ ২০১৫

বিএনপি নেতা সালাহ উদ্দীন আহমেদ নিখোঁজ হওয়ার পর থেকে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে বিস্তর আলোচনা৷ সবার দাবি, বাংলাদেশে ‘নিখোঁজ' বা ‘গুম'-এর ঘটনা বন্ধ করা হোক, নিখোঁজদের ফিরিয়ে আনা হোক জীবিত অবস্থায়৷

https://p.dw.com/p/1Euci
Polizisten vor dem Sitz der Nationalistischen Partei BNP in Dhaka
ছবি: DW

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ১১ দিন ধরে নিখোঁজ৷ গত ১০ই মার্চ উত্তরার একটি বাসা থেকে তিনি ‘নিখোঁজ' হয়েছেন বলে তাঁর স্ত্রী হাসিনা আহমেদের দাবি৷ তিনি জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷

সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজের দিন থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানানো হচ্ছে৷ টুইটারে এ বিষয়েই বিভিন্ন সংবাদপত্রের খবর এবং ব্যক্তির বক্তব্য ও দাবির ছড়াছড়ি৷ সাবরিনা আহমেদ-এর দাবিটি ‘অরাজনৈতিক' সব মানুষের মনের কথা৷ যে কোনো মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা বন্ধ করে, সব নিখোঁজকে জীবিত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি৷

তবে কেউ কেউ গুম বা নিখোঁজের ঘটনাগুলোকে শুধু রাজনৈতিক মোড়কে রেখেই এমন ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷

অথচ সবাই জানেন, বাংলাদেশে যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষই গুম বা নিখোঁজ হন, তা ঠিক নয়৷ গত সপ্তাহেই সিলেটে এক পুলিশ কর্মীর বাড়িতে এক নিখোঁজ শিশুর লাশ পাওয়া গেছে৷ টুইটারে সেই খবরও আছে৷

পুলিশ অপরাধ দমন না করে অপরাধকর্মে জড়িয়ে গেলে সাধারণ মানুষের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা কমবে এটাই স্বাভাবিক৷ সে কারণেই হয়ত একজন লিখেছেন, ‘‘এখন পুলিশের আসল কাজই হলো মানুষকে ঘুষ খাওয়া আর অপহরণ করা৷ শিগগিরই তাঁরা বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ বাহিনী হিসেবে পুরস্কার পাবে৷''

এমন কথা বোধহয় চরম ক্ষোভ বা হতাশা থেকেই বলা সম্ভব৷ সব পুলিশ তো আর ঘুস খায় না বা অপহরণ করেন, অনেকে আবার অপহৃতকে উদ্ধারও করে৷ এমন খরবরও আছে টুইটারে৷

বাংলাদেশের অধিকাংশ মানুষের একটাই কামনা – পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনী অপরাধে না জড়িয়ে শুধু অপরাধ দমনেই ব্যস্ত থাকুক, সব নিখোঁজ ব্যক্তি জীবিত অবস্থায় প্রিয়জনদের মাঝে ফিরুক৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

Politics51 @politics51

Whats happening in Bangladesh, was once the HR situation in Maldives, Illegal Abduction and corruption @ahmed_nihan

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য