1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত ভরে গেছে সাধু আর গুরুতে

২৭ মে ২০১৭

ভারতে ধার্মিক নেতাদের সংখ্যা বেড়েই চলেছে, আর সেই সঙ্গে বাড়ছে যৌন নির্যাতন থেকে শুরু করে হত্যা, সব ধরনের অপরাধের ঘটনা৷ কিন্তু এর কারণ কী?

https://p.dw.com/p/2dY7b
Swami Nityananda
ছবি: AFP/GettyImages/M. Kiran

গত সপ্তাহে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে এক স্বঘোষিত ‘সাধু' এক ২৩ বছর বয়সি আইনের ছাত্রীকে ধর্ষণ করার প্রচেষ্টা করার পর, নির্যাতিত তরুণীটি ‘সাধুটির' লিঙ্গকর্তন করে৷ তথাকথিত সাধুটি গত আট বছর ধরে তরুণীটির যৌন অপব্যবহার করছিল৷ পলায়নের আর কোনো পথ না দেখে মেয়েটি নাকি এই চরম পন্থা অবলম্বন করতে বাধ্য হয়৷

Indien Asaram Bapu Vergewaltigung
এই সেই সাধুবাবা...ছবি: Sam Panthaky/AFP/Getty Images

ঘটনাটি ঘটে তিরুবনন্তপুরম শহরে৷ গঙ্গেশানন্দ তীর্থপদ নামের সাধুটি নাকি প্রায়ই মেয়েটির বাড়িতে আসতেন তার শয্যাশায়ী পিতাকে নিরাময় করার ছলে৷ তীর্থপদর আরেক নাম হলো শ্রীহরি৷ কেরালা রাজ্যে তার শত শত ভক্ত পরিবার ছিল৷ আজ তিনি ধর্ষণের অভিযোগের আসামী৷

যৌন কেলেংকারি বাড়ছে

হিন্দু অধ্যুষিত ভারতে সাধু-মহাত্মাদের আধিপত্য চিরকালের৷ তাদের উপর মানুষজনের অসীম বিশ্বাস৷ সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তথাকথিত ‘দৈবী মানুষরা' কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছেন৷

বছর তিনেক আগে উত্তরের হরিয়ানা রাজ্যে রামপাল সিং যতীন নামের এক বিতর্কিত গুরুকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে তার সমর্থকদের সঙ্গে বেশ কয়েক ঘণ্টা যুঝতে হয়৷ পরের তদন্তে গুরুর যৌনজীবন সম্পর্কে যে সব খুঁটিনাটি বেরিয়েছিল, তা রোমহর্ষক৷ গুরুজী নাকি ‘‘সাধিকা'' নাম দিয়ে ‘‘হোস্টেস'' পুষতেন৷

২০০৩ সালে আসারাম বাপু নামের এক স্বঘোষিত ‘গডম্যান'-কে গ্রেপ্তার করা হয়, কেননা তার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছিল৷ ‘বাপু' নাকি পাপ খণ্ডন করার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীটিকে কবলে এনেছিলেন৷

২০১৩ সালে মহেন্দ্র গিরি নামের এক ‘সাধু'-কে গ্রেপ্তার করা হয়, কেননা তিনি নাকি এক ২৪ বছর বয়সের মহিলাকে চার মাস ধরে আটকে রেখে বারংবার ধর্ষণ করেছিলেন৷ মহিলাটির স্বামী ও শ্বাশুড়ি নাকি গিরির সহযোগী ছিলেন৷ তিনজনেই আজ জেলে৷

২০১০ সালে বিতর্কিত হিন্দু গডম্যান স্বামী নিত্যানন্দকে গ্রেপ্তার করা হয়, কেননা একটি ফাঁস করা ভিডিও-য় তাঁকে দক্ষিণ ভারতের এক অভিনেত্রীর সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হতে দেখা গিয়েছিল৷

বিশেষজ্ঞদের বিশ্বাস যে, গুরুদের উপর তাদের ভক্তবৃন্দের অপরিসীম বিশ্বাস ও আস্থার কারণেই এ ধরনের ঘটনা ঘটতে পারে৷ বিজ্ঞানে যাদের আস্থা, তারা বলেন, ভারতীয়রা কোনো দৈব আশ্চর্যের মাধ্যমে তাদের দুঃখ-দুর্দশার সমাধান খোঁজে৷ সেটাই হলো গুরুদের ক্ষমতার উৎস৷

মুরলী কৃষ্ণান/এসি

ধর্ষকদের কী শাস্তি পাওয়া উচিৎ বলে আপনার মনে হয়? জানান মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য