1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সত্যজিৎ, সৌমিত্ররা যে বইয়ের দোকানে যেতেন

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১১ মার্চ ২০২১

মোহন তিওয়ারি ১৯৪০-এর দশকে কলকাতার ধর্মতলা অঞ্চলে মোহন’স বুকস অ্যান্ড ম্যাগাজিনস নামে একটি বইয়ের দোকান শুরু করেন৷ মূলত ইংরেজি বই বিক্রির এই দোকানে নিয়মিত বই কিনতে আসতেন সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জীর মতো জনপ্রিয় মানুষ ছাড়াও কলকাতা শহরের পাঠক-বুদ্ধিজীবী সমাজের এক বড় অংশ৷ তবে অনলাইন বই বিক্রির সঙ্গে পাল্লা দিতে না পেরে ১৫ মার্চ থেকে দোকানটি বন্ধ হয়ে যাচ্ছে৷ সেখানে এখন কাপড় বিক্রির দোকান হবে৷

https://p.dw.com/p/3qV4X