1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকাল-সন্ধ্যা হরতাল সারাদেশে, নেমেছে ১০ হাজার পুলিশ

৩০ নভেম্বর ২০১০

বিরোধী দল বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল পালনে তৈরি৷ নামানো হয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী৷ বিএনপি-র অভিযোগ, হরতালকে কেন্দ্র করে গত কয়েকদিনে তাদের দেড় হাজার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷

https://p.dw.com/p/QLSj
বিএনপি, হরতাল, ঢাকা, সংঘর্ষ, বাংলাদেশ, আওয়ামী লীগ, ঝুঁকি
পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের ধ্বস্তাধ্বস্তি (ফাইল ছবি)ছবি: AP

বিএনপির যুগ্ম মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা মানুষের দাবি আদায়ে এই হরতাল ডেকেছেন৷ এর জবাবে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু হরতালকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের আটকের অভিযোগ অস্বীকার করছেন৷ তিনি বলেছেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না৷ তাঁর মতে, ইস্যু বিহীন হরতাল ডেকে খালেদা জিয়া নিজেই নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছেন৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হরতালে পথচারী , যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেবে পুলিশ৷

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানিয়েছেন, হরতালে রাজধানীতে ১০ হাজার পুলিশ ও ব়্যাব মোতায়েন করা হয়েছে৷ নাগরিকদের নিরাপত্তা এবং বেআইনী কাজ রোধেও পুলিশ তৎপর রয়েছে৷

অন্যদিকে, হরতালের আগে সোমবার রাতে রাজধানীতে কমপক্ষে ১৫টি বাস, মিনিবাস ও প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশী অজ্ঞাত পরিচয় যুবকরা এই আগুন দেয়৷ আগুন ধরানোর সময় ২ জনকে আটক করেছে পুলিশ৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়