1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন রোধে রাষ্ট্রপতির প্রতি আবেদন

২১ মে ২০১১

সরকারকে সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা থেকে বিরত রাখতে রাষ্ট্রপতির প্রতি আবেদন জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ৷ তিনি বলেন, রাষ্ট্রপতি কোন দলীয় ব্যক্তি নন, জাতির সংকটে তাঁর উদ্যোগ নেয়া উচিত৷

https://p.dw.com/p/11Kvx
ঢাকায় বিরোধীদের প্রতিবাদ আন্দোলন (ফাইল ছবি)ছবি: AP

অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, চার দলীয় জোট সরকারের ব্যর্থতা আড়াল করতে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে৷

কাল শুরু হচ্ছে নবম জাতীয় সংসদের বাজেট অধিবেশন৷ এই অধিবেশনে সংবিধান সংশোধনে রিপোর্ট পেশ করবে বিশেষ কমিটি৷ প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা কাল সংসদে যাচ্ছেন না৷ খালেদা জিয়া ৩০শে মে দেশে ফিরে এলে সিদ্ধান্ত হবে তারা সংসদে যাবেন কি না৷ এ অবস্থায় আজ ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন ধরনের পরিবর্তন না করার আহ্বান জানিয়েছেন৷ তাঁর ভাষায় এই অকার্যকর সংসদের সে ক্ষমতা নাই৷ তিনি সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন পরিবর্তন থেকে সরকারি দলকে বিরত রাখতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন৷

অন্যদিকে, ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রধান এইচ টি ইমাম অভিযোগ করেছেন, খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে৷ তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় মইন ইউ আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদের সঙ্গে তাঁর দেখাই হয়নি৷ কক্সবাজারে বৈঠকের যে কথা খালেদা জিয়া বলেছেন তা অসত্য৷

এইচ টি ইমাম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ব্যর্থতা ঢাকতেই এখন এই অপপ্রচার চালানো হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই