1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন : ‘অবশ্যই সাংঘর্ষিক’, বলল বিএনপি

২৫ এপ্রিল ২০১১

সংবিধান সংশোধন প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি৷ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, সংসদীয় কমিটি সরকার দলীয় লোকজনের মতামত নিয়েছে৷

https://p.dw.com/p/113kk
ছবি: DW/Harun Ur Rashid Swapan

বিএনপি'র বক্তব্য খুব স্পষ্ট৷ তাদের জোরদার ইঙ্গিত, সংবিধান সংশোধনের উদ্যোগের কোথাও দেশের মানুষের মতামত প্রতিফলিত হয়নি৷ আর ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়টি প্রহসন ছাড়া আর কিছুই না৷

গত সন্ধ্যায় বিএনপি'র আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সংসদীয় কমিটিকে পাঠানো খালেদা জিয়ার পুরো চিঠি পড়ে শোনান ব্যারিষ্টার মওদুদ আহমেদ৷ এরপর তিনি খালেদা জিয়ার চিঠির ব্যাখ্যা দিয়ে বলেন, সংবিধান সংশোধনের উদ্যোগ অবশ্যই সাংঘর্ষিক৷ তিনি বলেন, আপিল বিভাগে এখনো সংবিধান সংশোধনের বিষয়টি রিভিউয়ের জন্য আছে৷ বিচারাধীন থাকা অবস্থায় তারা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে৷ এটি প্রহসন ছাড়া আর কিছুই না৷ তিনি এই প্রহসন বন্ধের আহ্বান জানান৷

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, সংবিধান সংশোধনে দেশের মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি৷ যাঁদের মতামত নেওয়া হয়েছে তাঁরা শাসক দলের লোকজন৷ তিনি সংবিধান সংশোধনের এই প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়