1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীমঙ্গলের সৌখিন ৭-লেয়ারের চা 

১৬ সেপ্টেম্বর ২০১৯

৭-লেয়ারের চায়ের উদ্ভাবক রমেশ চায়ের বিভিন্ন লেয়ারের উপর গবেষনা করা শুরু করেন ২০০১ সাল থেকে৷ ৪-৫ মাস পরে সফল হন ২ লেয়ারের চা বানাতে৷ এরপর থেকে কিছু মাস পরপরই উনি একটি করে লেয়ার যোগ করতে পারেন৷

https://p.dw.com/p/3PgW4

বর্তমানে ৭ ও ৮ লেয়ারের চায়ের চাহিদায় ভরপুর তাঁর ‘আদি নিলকন্ঠ টি কেবিন৷’ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এসে পান করে গেছেন ঐতিহ্যবাহী অভিনব সাত লেয়ারের চা৷ এই চা আকৃষ্ট করে যাচ্ছে দেশের ও দেশের বাইরের পর্যটকদের৷