1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণ দুই লাখ টাকা

২৯ মার্চ ২০২১

সংশোধিত শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক নিহত হলে তার উত্তরাধিকারী বা পোষ্য দুই লাখ টাকার ক্ষতিপূরণ পাবেন৷ ডয়চে ভেলের ‘সংবাদের গভীরে' প্রতিবেদনে তা এক লাখ টাকা বলে উল্লেখ করেছিলেন পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান৷

https://p.dw.com/p/3rKmz
ছবি: Umit Bektas/Reuters

সংশোধিত শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক নিহত হলে তার উত্তরাধিকারী বা পোষ্য দুই লাখ টাকার ক্ষতিপূরণ পাবেন৷ ডয়চে ভেলের ‘সংবাদের গভীরে' প্রতিবেদনে তা এক লাখ টাকা বলে উল্লেখ করেছিলেন পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান৷

ডয়চে ভেলের সংবাদের গভীরে সিরিজের ‘ব্রিটিশ কোর্টে বাংলাদেশি জাহাজ শ্রমিকের মামলা' প্রতিবেদনে রিজওয়ানা হাসান বলেন, ‘‘বাংলাদেশের শ্রম আইন অনুয়ায়ী মরে গেলে এক লাখ টাকা, আর যদি অসুস্থ হয়, নির্ভর করে- একটা অঙ্গ কাটা গেলে, সাময়িকভাবে অচল হয়ে গেলে ২০ হাজার টাকা (দেয়া হয়)৷ জাহাজভাঙ্গা রুলে একটি বিধান রাখা হয়েছে, এখানে প্রয়োজনে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেয়া হয়৷''

 

তার এই বক্তব্য প্রচারের পর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু ডয়চে ভেলের কাছে এই বক্তব্যের সংশোধনী পাঠান৷ তিনি বলেন, ‘‘২০১৮ সালে শ্রম আইনের সংশোধনের পর হতে বর্তমানে কর্মস্থলে দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হলে তার উত্তরাধিকারী বা পোষ্যরা দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী৷''
 

জেডএ/কেএম