1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোক দিবসের বার্তা আজ সবখানে

১৫ আগস্ট ২০১০

জাতীয় শোক দিবস নিয়েই আজ প্রায় সবগুলো পত্রপত্রিকা তাদের মূল শিরোনাম করেছে৷ সমকালের শিরোনাম অশ্রুভেজা দিন আজ৷ কালের কন্ঠের শিরোনাম জাতীয় শোক দিবস আজ৷

https://p.dw.com/p/Onte
ছবি: DW/Daud Haider

বিডিনিউজ লিখেছে নতুন প্রেক্ষাপটে শোক দিবস রোববার৷ এই প্রতিবেদনের এক জায়গায় তারা বলেছে, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের পর নতুন প্রেক্ষাপটে জাতীয় শোক দিবস হিসেবে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে৷ প্রসঙ্গত, চলতি বছরের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়৷ তবে এখনও পলাতক রয়েছে আরও ছয়জন৷ শনিবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন যে তাদের ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে৷ তাঁর এই বক্তব্যও বেশ গুরুত্ব পেয়েছে একাধিক সংবাদপত্রে৷ এর বাইরে শোক দিবস উপলক্ষে একাধিক প্রতিবেদন ছেপেছে বেশিরভাগ সংবাদপত্র৷

mujib after murderd
প্রাণহীন বঙ্গবন্ধুছবি: bdnews24

শোক দিবসের জাতীয় রুপ

ক্ষমতাসীন আওয়ামী লীগ এই দিনটিকে বরাবরই শোক দিবস হিসেবে পালন করেছে৷ এর আগে ১৯৯৬ সালের পর তারা যখন ক্ষমতায় ছিল তখন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে৷ এর আগে ১৫ আগস্টের শোকদিবস মূলত দলীয় পর্যায়েই সীমাবদ্ধ ছিল৷ তবে ২০০৮ সালে হাইকোর্ট এক রায়ে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে৷ এরপর থেকে মূলত জাতীয় রুপ ধারণ করেছে এই দিনটি৷ শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে৷ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন৷ রাষ্ট্রপতি জাতীয় শোককে শক্তিতে রুপান্তর করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করে জাতিকে কিছুটা কলঙ্কমুক্ত করেছি৷ উভয়ের এই বাণী জায়গা পেয়েছে পত্রিকাগুলোতে৷ এছাড়া আজ নিহতদের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের জন্য বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হবে৷

রেল যোগাযোগের আওতায় আসছে কক্সবাজার

ডেইলি স্টার একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে ট্রান্স এশিয়ান রেলওয়েতে বাংলাদেশকে সংযুক্ত করতে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার৷ এজন্য পর্যটন নগরী কক্সবাজারকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের সঙ্গে সংযুক্ত করা হবে৷ এই কাজ বাস্তবায়নে প্রায় ২৯ কোটি ডলার খরচ হবে৷ এছাড়া বন্দরনগরী মংলাকে আবারও রেল সংযোগের আওতায় আনা হচ্ছে৷ এজন্য ২৫ কোটি ডলার খরচ করে ৫৩ কিলোমিটার রেলপথ তৈরি করা হবে বলে জানিয়েছে ডেইলি স্টার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়