1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো গ্লোবাল মিডিয়া ফোরাম ২০১১

২২ জুন ২০১১

জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে বিশ্বের শতাধিক দেশের ১,৬০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ এবারের ফোরামের মূল বিষয় ছিল মানবাধিকার৷

https://p.dw.com/p/11hw3
সমাপনী ভাষণে ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমানছবি: DW

ডয়চে ভেলের আয়োজনে গ্লোবাল মিডিয়া ফোরাম-এর চতুর্থ আসর বসে এবার৷ ২০ থেকে ২২ জুন বন শহরে এই সম্মেলনে অংশ নেন শতাধিক দেশের ১,৬০০ প্রতিনিধি৷ বুধবার মিডিয়া ফোরামের সমাপনী অনুষ্ঠানে ডয়চে ভেলের মহাপরিচালক এরিক বেটারমান জানান, আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় এনে মানবাধিকার ইস্যুর দিকে আমাদের আরো মনোযোগী হতে হবে৷ তিনি বলেন, আমরা তিনদিন ধরে পঞ্চাশটি সেমিনারে নিবিড় আলোচনায় অংশ নিয়েছি৷ এই সময়ে আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি৷ এই সম্মেলন থেকে কিছু সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা গেছে৷ যেমন, ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন এবং কাউন্সিল অব ইউরোপের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে৷

বেটারমান জানান, মূলত মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে কাজ করতে আরো উদ্যোগে হবে এই দুটি সংস্থা৷ এই সম্মেলনে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে সারাবিশ্বের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া গেছে, বলেও মনে করেন তিনি৷ তিনি বলেন, ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম একটি সামাজিক নেটওয়ার্কে রূপ নিয়েছে৷ তবে সেটা ডিজিটাল নেটওয়ার্কের মতো নয়৷ বরং এই নেটওয়ার্ক অনেক বেশি গোছানো এবং বন্ধুত্বপূর্ণ৷ আমি মনে করি, আমাদের সম্মেলন অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ বাড়ায়৷

--- DW-Grafik: Peter Steinmetz

এবারের মিডিয়া ফোরামে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন৷ এদেরই একজন মনোয়ারা বেগম মনি৷ তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করতে এধরনের সেমিনার অত্যন্ত সহায়ক৷

উল্লেখ্য, ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে ভবিষ্যতেও মানবাধিকার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে৷ তবে আগামী বছরের সম্মেলনের মূল বিষয় হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি৷ ২০১২ সালের ২৫ থেকে ২৭ জুন এই সম্মেলন আয়োজন করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম